দৈনিকবার্তা-ঢাকা, ১১নভেম্বর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,খেলাধুলার জগতে প্রতিযোগিতা আছে কিন্তু ফাউল করলে লাল কার্ড৷ রাজনীতির ক্ষেত্রেও নিয়মবহির্ভূতভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে লাল কার্ড পেতে হবে৷
তথ্যমন্ত্রী বলেন, ফুটবলের ক্ষেত্রে যেমন আমরা ফাউল করা খেলোয়াড় রাখি না, তেমনি রাজনীতিতেও ফাউল করলে তার জায়গা নেই৷ জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক রাখা, নাশকতা, মিথ্যাচার ও ইতিহাসবিকৃতি রাজনীতির ফাউল৷ খারাপ খেলোয়াড়ের বদলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সুশৃঙ্খল খেলোয়াড় চাই৷মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাফুফের লটারি ২০১৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ফুটবলকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে উল্লেখ করেন৷
জাতীয় জীবনে ক্রীড়াঙ্গনকে খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন,অন্ধকার থেকে যে আলোর জগতে আমরা প্রবেশ করছি, সেখানে ক্রীড়াঙ্গনে সাফল্যের বিকল্প নেই৷আমরা ক্রিকেটে অনেক দূর এগিয়েছি, ফুটবলেও আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান অর্জন করার ক্ষেত্রে দৃঢ় আশাবাদী৷
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দক্ষিণ এশীয় সাফ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুশের্দী, লটারি পরিচালনাকারী জেকে ইন্টারন্যাশনালের কর্ণধার মো. আলম কবীর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন৷