Dr.Kamal

দৈনিকবার্তা-ঢাকা,১০নভেম্বর: যে আকাঙ্খা নিয়ে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, তা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন৷সোমবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন৷কামাল হোসেন বলেন, জনগণ ক্ষমতার মালিক৷ দেশ আমাদের সবার, কোনো রাজনৈতিক দলের না৷ পুরোপুরি গণতন্ত্র পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে৷গণফোরাম ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সম্মিলিত নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান৷

শুরুতে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷ এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়৷ এরপর উপস্থিত নেতা-কর্মীরা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক ও নূর হোসেনের রক্ত বৃথা যেতে দেব না বলে স্লোগান দেন৷শ্রদ্ধা জ্ঞাপন শেষে কামাল হোসেন বলেন, বাঙালি জাতি অন্যায় মেনে নেয় না৷ এটি এ জাতির ঐতিহ্য৷ ৫২,৭০,৭১, ৯০-এর দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়৷ ১৯৯০ সালে ১২ কোটি জনসংখ্যা ছিল, এখন ১৬ কোটি৷ এই ১৬ কোটি বাঙালির বিজয় অনিবার্য৷

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনীতি নয়, রাজচালাকি চলছে৷ গত ২৪ বছর ধওে দেশে যা চলছে তাকে রাজনীতি বলা যায় না৷ গত ৫ জানুয়ারির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার ভাবছে আমরা মহাবোকা আমরা ভোটারবিহীন এ নিবার্চন মেনে নিয়েছি৷ আসলে আমরা বোকা নই৷ বরং তারাই বোকা কারণ তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না ৷গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, এদেশের ব্যাংক থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই যেখানে দুর্নীতি হচ্ছে না৷ যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতি বিরুদ্ধে আইন করতে পারে না৷

তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশের মানুষকে না বলার অভ্যাস করতে হবে৷ শের নাগরিকরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো তাহলে দেশে আজ চাঁদাবাজ, দুর্নীতিতে ছেয়ে যেত না৷ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা উল্লেখ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা নিজেরা চোর তারা চোর ধরতে পারে না৷ যারা ডাকাত তারা ডাকাতির বিরুদ্ধে আইন করতে পারে না৷তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থাকা মানে অসত্‍ ব্যবসায়ী পরিচালনা করার চাবি পাওয়া৷

কামাল হোসেন বলেন,দেশের নাগরিকরা ক্ষমতাসীনদের জায়গায় দায়িত্ব পালন করলে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের হাতে বার বার দেশকে ছেড়ে দিত না৷এসময় তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশের মানুষকে না না না বলার অভ্যাস করারও আহ্বান জানান৷বিতর্কিত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন৷তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে যারা বিজয় দিবস ছিনিয়ে এনেছিল তাদেও প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১৬ই ডিসেম্বর দলবাজী ছেড়ে গণতন্ত্র রক্ষায় ও দেশকে এগিয়ে নিতে সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে৷ কারণ বিতর্কিত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয়৷কামাল হোসেন বলেন, গণতন্ত্রকে যে যেমনভাবেই ব্যাখ্যা করুক না কেন, গণতন্ত্রকে নিয়ে মানুষের ভুল বোঝার কোনো অবকাশ নেই৷ তাই গণতন্ত্র রক্ষায় দলবাজী ছেড়ে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে৷

স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্রকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন৷ তিনি বলেন, মুক্তি যুদ্ধের যে চেতনা , তার মূল স্তম্ভ হলো গণতন্ত্র৷ সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে জনগণই রাষ্ট্রেও মালিক৷ কারণ ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়৷ ঐক্যেও জন্য সারা বিশ্বে আমরা অতীতে প্রশংসিত হয়েছে, শ্রদ্ধা পেয়েছি তাই বৈষম্য মুক্ত দেশ গড়তে আবার সকলকে ঐক্যবদ্ধ হতে হবে৷বর্তমান সরকারের সময় গণতন্ত্র বিপন্ন অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে ড.কামাল বলেন, বিতর্কিত নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসা সরকারের সকল অপকর্ম অপশাসনের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে৷কামাল বলেন, এই সরকার একদিকে যুদ্ধাপরাধীদের বিচার করে তার পরিবর্তে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করছে৷ একজনকে শুধুমাত্র শার্ট পরিয়ে সুসজ্জিত মানুষ বললে যেমন দেখায় এই সরকার গণতন্ত্রকে এমনই রূপ দিয়েছে৷ গণতন্ত্র রক্ষায় দলবাজি ছাড়তে হবে, তাই দলবাজি ছেড়ে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন৷

যে এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন করে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, সেই এরশাদই এখন সরকারের অংশ৷ এটিকে কীভাবে দেখেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘এর উত্তর সরকার দেবে৷ আমি আমার কথা বলতে চাই৷সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৯০-এ যে ব্যাপকভিত্তিক আন্দোলন গড়ে তোলা হয়েছিল, আবার সে রকম আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে৷এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) সভাপতি আ স ম আব্দুর রব ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর শ্রদ্ধা জ্ঞাপন করেন৷