দৈনিকবার্তা-ঢাকা, ৯নভেম্বর: সোমবার ১০ নভেম্বর ৷ শহীদ নূর হোসেন দিবস৷ ১৯৮৭ সালের এদিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ৷নূর হোসেনের এই আত্নত্যাগ তত্কালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে৷দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিসত্মারিত কর্মসূচি গ্রহন করেছে৷রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদএবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন৷
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে, এদেশের গণতন্ত্র ততদিন বাধাগ্রসত্ম হবে না৷প্রধানমন্ত্রী বাণীতে বলেন, নূর হোসেনের আত্নত্যাগ তত্কালীন স্বৈরশাসনের বিরম্নদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে৷এদিকে, গণতন্ত্র শুধু এক দিনের ভোটের অধিকার নয় আমাদের রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক নিয়ম-নীতি ও আদশের্র প্রতিফলন ঘটাতে হবে৷ তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে৷নূর হোসেন দিবস বা গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার বিকেলে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ তার শাসনামলেই স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন৷এরশাদ বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের প্রতি অকৃত্রিমভাবে শ্রদ্ধাশীল৷ তাই গণতন্ত্র প্রতিষ্ঠার দিনটিকে শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করে৷ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পথে প্রধান অন্তরায় হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা৷
বিবৃতিতে এরশাদ আরো বলেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বর মহান জাতীয় সংসদে দেশের রাষ্ট্রপতি হিসেবে ভাষণ প্রদান করে সামরিক শাসন চির অবসানের ঘোষণা দিয়ে আমি বলেছিলাম জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভিত আজ রচিত হলো যা কেউ কোনোদিন নস্যাত্ করতে পারবে না৷ সেই গণতন্ত্র আজো অব্যাহত রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণের কাছে ১০ নভেম্বর দিনটি গণতন্ত্র দিবস হিসেবে মর্যাদা পেয়েছে৷ এই দিনে আমি দেশের সকল গণতন্ত্রপ্রেমী জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমাদের মহান মুক্তি সংগ্রামের প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা৷ আমাদের সেই কাঙি্ক্ষত স্বাধীনতা অক্ষুণ্ণ আছে এবং চিরকাল থাকবে৷ কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে৷ তবে ১৯৮৬ সালের ১০ নভেম্বর আমি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি কোনো ষড়যন্ত্র আর তাকে ব্যাহত করতে পারেনি এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি, এই গণতন্ত্র অনাদিকাল পর্যন্ত অব্যাহত থাকবে৷ গণতন্ত্র দিবসে এটাই হোক সকলের অঙ্গীকার৷
উল্লেখ্য, স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের ১০ নভেম্বর তত্কালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে নূর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন৷ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের স্বৈরাচার সরকারের পতন ঘটে৷
১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস’ান ধর্মঘট কর্মসূচি ছিলো৷ সেই কর্মসূচির সাথে সমপৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস’ান ধর্মঘট ঘেরাও কর্মসূচিতে রূপ লাভ করে৷ স্বৈরশাসকের সকল বাধাকে উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল সমবেত হয়৷ তখন তোপখানা রোডের মুখে পুলিশ বঙ্ পেরিয়ে শুরম্ন হয় নূর হোসেনদের সাহসী মিছিল, সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘গণতন্ত্র মুক্তিপাক-স্বৈরাচার নিপাত যাক৷
সমাবেশ শুরুর সাথে সাথে শুরু হয় পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিৰেপ৷ পল্টন তখন রণৰেত্র৷ এরই মধ্যে খবর আসে পুলিশের গুলির্বষণে শহীদ হয়েছেন নূর হোসেন৷ আহত হয়েছেন অসংখ্য৷নূর হোসেন আত্মদানের মাধ্যমে সেদিন গণতন্ত্রের নতুন সংগ্রাম শুরু হয়৷ সেই সংগ্রামের ধারায় ১৯৯০ সালের ৪ ডিসেম্বর স্বৈরাচারী শাসক পদত্যাগের ঘোষণা দেয়৷১০ নভেম্বর ২০১৪ সোমবার ‘শহীদ নূর হোসেন দিবস৷ স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের এই দিনে তত্কালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মাহুতি দিয়েছিলেন৷ শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন ঘটে৷
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ নভেম্বর ২০১৪ সোমবার সকাল ৭টায় শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার পবিত্র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে৷বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল্ল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এক বিবৃতিতে ১০ নভেম্বর ২০১৪ সোমবার ‘শহীদ নূর হোসেন দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য সংগঠনের সকল শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷