5237f82c2594c-press-brief-1

দৈনিকবার্তা-ঢাকা, ৯নভেম্বর: আপিল বিভাগের রায় পেলেই ট্রাইবু্যনাল ফাঁসির আসামি মোহাম্মদ কামারুজ্জামানের মৃতু্য পরোয়ানা জারি করবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম৷তবে সর্বোচ্চ আদালত রায়ের সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইবু্যনালে পাঠাবে- তা আপিল বিভাগের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি রোববার নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইবু্যনালের রায় বহাল রয়েছে, নাকি রদবদল হয়েছে- সেটা আপিল আদালতের রায় পৌঁছালে ট্রাইব্যুনাল জানতে পারবে৷ আমি আগে বলেছি, একটা সংক্ষিপ্ত অর্ডারেই চলবে৷

এখন আপিল বিভাগ যদি মনে করেন, তারা শর্ট অর্ডার পাঠাবেন না, পূর্ণ আদেশই পাঠাবেন৷ তাহলে সেটা তাদের বিষয়৷একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় ট্রাইবু্যনালের দেওয়া মৃতু্যদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলে গত ৩ নভেম্বর সর্বোচ্চ সাজাই বহাল রাখে আপিল বিভাগ৷এর এক দিন বাদে অ্যাটর্নি জেনারেল বলেন,যেহেতু আপিল বিভাগ ট্রাইবু্যনালের সাজাই বহাল রেখেছে, সেহেতু দণ্ড কার্যকরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষার প্রয়োজন নেই৷এর কয়েক ঘন্টার মধ্যে একই মত প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে তিনি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন৷

আসামিপক্ষ মন্ত্রীর বক্তব্যকে এখতিয়ারবহির্ভূত আখ্যায়িত করে বলেছে, তারা রায় পর্যালোচনার আবেদন করবেন এবং এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নিয়ে তারা ভাবছেন না৷দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্যে অস্পষ্টতা তৈরি হওয়ায় যে কোনো সময় কামারুজ্জামানের দণ্ড কার্যকর হয়ে যেতে পারে বলে গুঞ্জন তৈরি হয়৷ ফলে সাংবাদিকরাও বার বা একই প্রশ্ন নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আসামিপক্ষের আইনজীবীদের সামনে যেতে থাকেন৷মাহবুবে আলম বলেন, যখন ট্রাইবু্যনাল আপিল বিভাগের আদেশের কপি পাবে, তাদের দণ্ড বহাল থাকলে তখনই তারা মৃতু্যপরোয়ানা জারি করবে৷ জেলখানায় সেটা যাবে৷ তখন আসামিকে জানানো হবে যে, আপনার দণ্ড বহাল রয়েছে এবং পরোয়ানা এসে গেছে৷

আরেক জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি প্রকাশ হলেই রিভিউ নিয়ে অস্পষ্টতা ঘুচবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল৷এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিপক্ষ বলছেন, তারা রিভিউ করবেন৷ আমি আগেরবারও বলেছি, ৪৭(ক) ধারা মতো আমি যা বুঝেছি, রিভিউ চলবে না৷তারপরও কাদের মোল্লার রিভিউ’র রায়ে যদি দেখা যায় যে আদালত’রিভিউ চলবে বলে মত দিয়েছে, তাহলে অ্যাটর্নি জেনারেল তার আগের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে ধরে নেবেন বলে জানান৷কাদের মোল্লার মামলার রিভিউ’র রায় যদি আমরা পেয়ে যাই, তাহলেই এ সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঘুচে যায়৷

মাহবুবে আলম বলেন, আমরা আইনজীবীরা যেভাবে বুঝি সেভাবে আইনের ব্যাখ্যা দেই৷ কিন্তু তখনই বিষয়টি চূড়ান্ত হয় যখন আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেয়৷এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাদের মোল্লার রায় প্রকাশিত না হলে আমার ব্যাখ্যা নিয়েতো আসামিপক্ষ বসে থাকবে না৷ তারা নিশ্চই কোনো একটা চেষ্টা করবে৷ তখন এমনিতেই কাদের মোল্লার ব্যাপারে আদালতের অবস্থান বেরিয়ে আসবে৷নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় পাবেন আসামি কামারুজ্জামান৷ যখন তাকে জানানো হবে তখন থেকে এই দিন গণনা শুরু হবে বলে অ্যাটর্নি জেনারেল জানান৷

কাদের মোল্লার রিভিউ’র রায় না পাওয়া গেলে কামারুজ্জামানের রায় কার্যকর বন্ধ থাকবে কি না- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ স্থগিত না করলে রায় কার্যকর বন্ধ থাকবে না৷এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতু্যদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রিভিউয়ের আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা৷রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়৷

সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা মনে করি রিভিউ আবেদনে কামারুজ্জামান ন্যায়বিচার পাবেন৷ তাই আমরা অবশ্যই রিভিউ করবো এবং তারপর পরবর্তী করণীয় নিয়ে ভাববো৷তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আইনমন্ত্রী ৭ দিনের ব্যাখ্যা থেকে সরে আসবেন৷প্রসঙ্গত, গত সোমবার মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের দেয়া মৃতু্যদন্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷