দৈনিকবার্তা-লালমনিরহাট,৯নভেম্বর: রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত সার্কভুক্ত তিন দেশের রাষ্ট্রদূতরা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন৷বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরন, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন ও নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠসহ সংশিস্নষ্ট রাষ্ট্রদূত কাযর্ালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ এ তিন দেশের রাষ্ট্রদূতদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৰিণ এশীয় অনুবিভাগের পরিচালক জাহিদ-উল ইসলাম৷ এ সময় উভয় দেশের আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, স্থলবন্দর কতর্ৃপৰ ও অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূতরা৷
উপজেলার বুড়িমারী স্থলবন্দর কতর্ৃপৰের হলরম্নমে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক রম্নহুল আমীন বাবুলের সভাপতিত্বে বাংলাদেশ-ভারতের বুড়িমারী-চ্যাংরাবান্ধা, ভুটান-ভারতের ফুলসিলিং-জয়গা, নেপাল-ভারতের কাঁকরভিটা-পানিরটাঙ্কি স্থলবন্দর রম্নটে আনত্মঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণের বাঁধাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৰিণ এশীয় অনুবিভাগের পরিচালক জাহিদ-উল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের রংপুর কাস্টমস কমিশনারের যুগ্ম কমিশনার কামরম্নজ্জামান, লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজা মোহাম্মদ আব্দুল হাই, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খাঁন, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারি কমিশনার(এসি) মতিয়ার রহমান, বুড়িমারী স্থলবন্দর কতর্ৃপক্ষেরভারপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক মাহবুব হাসান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রফিকুল হক, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুজ্জামান, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশন ইনচার্জ(এসআই) আনোয়ারম্নল ইসলাম, আমদানি-রফতানি কারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, জাকির সাদেক সওদাগর, মুছা আলীসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা৷
ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরন বলেন, আমদানি-রফতানি কারক ব্যবসায়ীদের ট্রানজিট সুবিধা নিশ্চিত করার লৰ্যে উভয় দেশের সরকার কাজ করছে৷ এটি আরো দ্রম্নত এগিয়ে নিতে উভয় দেশের চমত্কার সম্পর্ককে কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতিযোগীতা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভারতের বিনিয়োগ বাংলাদেশে ধীরে হলেও বাড়ছে দাবি করে তিনি আরো বলেন, প্রতিযোগীতা মুলক বিশ্বের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলাদেশি ব্যবসায়ীদের আরো বেশি মনোযোগী হতে হবে৷ পাসপোর্ট-ভিসার কাজও সহজ করা হবে বলে ব্যবসায়ীদের দাবির প্রেৰিতে জানান৷
বাংলাদেশি পন্যবাহী ট্রাক ভুটানে নিতে কাজ চলছে ব্যবসায়ীদের জানিয়ে ঢাকায় নিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত পেমা চোডেন বলেন, উভয় দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হবে৷ এ লৰ্যে উপ-আঞ্চলিক সড়কপথ সম্ভাব্যতা যাছাই কাজ চলছে৷ শীঘ্রই এসব বিষয় নিয়ে উভয় দেশের সাথে সমঝোতা হবে৷এছাড়া ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ বলেন, নেপাল-বাংলাদেশের সম্পর্ক আরো সমৃদ্ধশালী করতে কানেকটিভি তৈরির কাজ চলছে৷ এরপরই নেপাল বাংলাদেশ থেকে আরো বিভিন্ন পণ্য আমদানি করবে৷ তিনি আরো বলেন, এ রম্নটে প্রায় সহস্রাধিক নেপালি স্টুডেন্টস চলাচল করছে৷ এর বাইরে পণ্য আনা-নেওয়ার কাজও শুরম্ন করা হবে৷জানা গেছে, মূলত ভারত, নেপাল ও ভুটান-এই তিন দেশের সঙ্গে স্থলপথে আনত্মঃসংযোগ স্থাপনের লৰ্যে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতরা৷ রোববার থেকে শুরম্ন হওয়া এই সফর চলবে টানা চারদিন৷