দৈনিকবার্তা-পিরোজপুর,৯নভেম্বর: পিরোজপুর সহ সারাদেশে গর্ভবতী ও প্রসূতি নারীকে স্বাস্থ্য কেন্দ্রে আনা নেয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া মওকুফের সিদ্ধানত্ম নিয়েছে সরকার৷পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক রামকৃষ্ণ দাস জানান, গর্ভবতী মা ও শিশুর মৃতু্যর হার কমাতে গর্ভবতী নারীদের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আনা নেয়ার জন্য ভাড়ামুক্ত অ্যাম্বুলেন্স দেয়ার সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷ তিনি বলেন,গর্ভবতী নারীরা ঘরে বসে অদৰ দাইদের চিকিত্সা সেবার পরিবর্তে সরকারি প্রসব কেন্দ্রে দৰ ডাক্তার এবং নার্সদের মাধ্যমে সনত্মান প্রসবের সুবিধা নিতে উত্সাহ পাবে৷
সূত্র জানায়, ২০১৫ সালের মধ্যে শিশু মৃতু্যর হার দুই তৃতীয়াংশ কমিয়ে আনার এবং একই সময়ের মধ্যে প্রতিলৰ জীবিত শিশু জন্মদানকারী প্রসূতি মাতার মৃতু্যহার ৩ শত ২২ জন থেকে ১ শত ৪৩ জনে কমিয়ে আনার লৰ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন গুরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ ও বাসত্মবায়ন করছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় চলতি বছরের ১৪ অক্টোবর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের আনা নেয়ার জন্য বিনা ভাড়ায় অ্যাম্বুলেন্স প্রদানের নির্দেশ দিয়েছে৷