Rizvi

দৈনিকবার্তা-ঢাকা, ৯নভেম্বর: সরকার গণতন্ত্রের বদলে পুলিশতন্ত্র নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী৷ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিকদের একথা বলেন তিনি৷রিজভী বলেন, ভোটারবিহীন সরকার পুলিশ বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে বিএনপির ডাকা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে৷

তিনি আরো বলেন, পুলিশ বাহিনী অবৈধ সরকারের মনতুষ্টির জন্য বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোব কর্মসূচিতে একের পর এক হামলা চালাচ্ছে৷ এবং নেতাকর্মীদের গ্রেফতার করে অন্যায়ভাবে রিমান্ড মঞ্জুর করছে৷

বিএনপির ডাকা সমাবেশে মেট্টোপলিটন পুলিশের সমালোচনা করে রিজভী বলেন, তাদের আচরণে মনে হয় ডিএমপি শাসক দলের একটি শাখা অফিস৷পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রিজভী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিজানকে নিয়ে তির্যক মন্তব্য করেছে৷পুলিশ সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্য জঙ্গিবাদকে উত্‍সাহিত করতে পারে- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)র এ আশঙ্কার সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ তিনি বলেন, আওয়ামী লীগের শাখা অফিস হিসেবে কাজ করছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ৷ এখানকার কর্মকতারা আওয়ামী লীগের লোক হিসেবে কাজ করছে৷

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন অবৈধ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে৷ এজন্যই বিরোধী দলের সভা সমাবেশ দেখলেই বন্দুকের নল তাক করে থাকে৷ সরকারের প্রত্যক্ষ মদদে তারা একের পর এক ন্যায় ও বিবেকবর্জিত কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, পুলিশ বিক্ষোভ মিছিল করতে দিচ্ছে না৷ পার্টি অফিস ঘেরাও করে রেখেছে৷ নেতাকর্মীরা পুলিশের প্রতিরোধ ভেঙে মিছিল নিয়ে বের হলে পুলিশ অতর্কিতভাবে গুলি চালাচ্ছে৷

রিজভী বলেন, অবৈধ সরকারের মদদে পুলিশের এই ভূমিকা নতুন কিছু নয়, তারা যে এই অবৈধ ক্ষমতাসীনদেরই লাঠিয়াল হিসেবে কাজ করছে এটা আজ সর্বজনবিদিত৷ সরকার গণতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের সরকারী নীতি হিসেবে গ্রহণ করেছে৷ তাই সংবিধান স্বীকৃত বিরোধী দলের যেসমস্ত অধিকার অর্থাত্‍ সভা, সমাবেশ, মিছিল দেখলেই তারা তাদের বন্দুকের নল তাক করে চাঁদমারি করে৷

তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের পুলিশ বাহিনী নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তির তোয়াক্কা করে না, রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিজেদের জনগণের কাছে জবাবদিহিতার তোয়াক্কা করে না, বিধিবদ্ধ আইনে তাদের ওপর অর্পিত দায়িত্বের তোয়াক্কার করে না, সমাজে বিরাজমান ভয়াবহ খুন, জখম, অনাচার প্রতিকারে তারা তাদের কোনো কার্যকর উদ্যোগ নেয়না৷ এদেশের সাধারণ মানুষ দখলদার, টেন্ডারবাজ, লুটেরা এবং রক্তপিপাসু সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের বিভত্‍স প্রতিযোগিতায় দিবারাত্রি আতংক ও উত্‍কন্ঠার মধ্যে দিন রাত্রি যাপন করছে৷ কিন্তু এদেশের পুলিশ বাহিনী এই অবৈধ সরকারের মনতুষ্টির জন্য ন্যায় ও বিবেকবর্জিত অপকর্ম করতেই ব্যস্ত রয়েছে৷ বিএনপি আয়োজিত সমাবেশ করতে না দেয়া এবং এর প্রতিবাদে আজকে দেশব্যাপী বিএনপি’র কর্মসূচির ওপর পুলিশের নারকীয় আক্রমণ দেশের মৃতপ্রায় গণতন্ত্রের ওপর আরেকটি নির্মম আঘাত৷ এই ভোটারবিহীন সরকারের প্রত্যক্ষ মদদের কারণে ছাত্রলীগ ও যুবলীগের আদলে পুলিশের বেপরোয়া অনৈতিক কর্মকান্ডে দেশের জননিরাপত্তা এখন চরম হুমকির মুখে৷

রিজভী বলেন, পুলিশ এতোটাই বেপরোয়া এবং মাত্রার বাহিরে চলে গেছে যে, তারা এখন নির্দ্বিধায় এখতিয়ার বহিভর্ূত কথা এই দুর্নীতিপরায়ণ, স্বেচ্ছাচারী ও পুলিশ নির্ভর সরকার ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য বিএনপি’র বিশাল জনসমাবেশের কথা শুনলেই আতঙ্কিত হয়ে উঠছে৷ তাই প্রভাবিত প্রশাসন দিয়ে জনগণের কন্ঠকে শ্বাসরুদ্ধ করার জন্য তারা মরণঘাতি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে৷ অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য আইনের শাসনকে হত্যা করেছে৷ আর এই লক্ষ্যে এদের শাসনামলেই রক্ষী বাহিনীর আত্মা দিয়ে পুলিশ ও র্যাবকে গড়ে তোলা হয়েছে৷ আর এদের কর্তৃক রক্তপাতেই নেমে এসেছে গণতন্ত্রের যবনিকা, কবর দেয়া হয়েছে নাগরিক স্বাধীনতা৷রাজধানীসহ সারা দেশে বিএনপির বিক্ষোভে পুলিশ হামলা করেছে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান৷