দৈনিকবার্তা-ঢাকা, ৯নভেম্বর: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশে জেলের ভেতরে জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল৷তিনি বলেন, ১৯৭৫ সালের ২ নভেম্বর দিবাগত রাত ২টার পর জাতীয় চারনেতাকে হত্যা করা হয়৷ সে সময় খন্দকার মোসত্মাক সরকার প্রধান আর সেনাবাহিনীর প্রধান ছিলেন জিয়াউর রহমান৷ জাতীয় চারনেতাকে হত্যা করার পর তাকে গৃহবন্দী করা হয়েছিল৷তিনি আরো বলেন, ‘জিয়া চারনেতাকে হত্যা করার পর খুনীদের বিদেশে পালিয়ে যাওয়ারও সকল বন্দোবসত্ম করেছিলেন৷তিনি রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপট ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট অভিনেতা ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরম্নন সরকার রানা ও আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস প্রমূখ৷
পরিবেশ ও বন মন্ত্রণালয় সমর্্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত ও হত্যাকান্ডের সুবিধাভোগী তেমনি জাতীয় চারনেতা হত্যাকান্ডের সাথে জড়িত ও তার সুবিধাভোগী৷তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর সকল হত্যাকান্ডের সাথে জড়িত৷ ধীরে ধীরে জাতির সামনে তা স্পষ্ট হয়ে উঠছে৷তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এ হত্যাকান্ডগুলোর সময় জিয়াউর রহমানের সাথে ছিলেন৷ তিনি এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না৷ সেজন্য তাকেও বিচারের মুখোমুখী দাঁড় করানো উচিত৷
হাছান বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে রাজনীতি না করার মুচলেকা দিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন৷তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান হঠাত্ করে ইতিহাসবিদ হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টায় মেতে উঠেছেন৷তিনি জিয়াউর রহমানকে সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করে প্রতিক্রিয়াশীলদের বিরম্নদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আওয়ামী লীগসহ সকল প্রগতিশীল শক্তির প্রতি আহবান জানান৷