5_38023

দৈনিকবার্তা-গাজীপুর,৯নভেম্বর: গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে টিয়ারসেল, রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ৷ এতে মেয়র অধ্যাপক আব্দুল মান্নানসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷ঘটনাস্থল সহ আশেপাশের এলাকা থেকে পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে৷ এদিকে বিএনপি’র নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে কয়েক পুলিশ সদস্যও আহত হয়েছে বলে পুলিশের পক্ষথেকে দাবি করা হয়েছে৷

জানা গেছে, রোববার সকালে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বক্তব্য রাখেন৷ দুপুর বারোটার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলের প্রস্তুতিকালেই পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ কওে দেয়৷ এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা এবং পথচারীরা আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে৷

পুলিশের বেধড়ক পিটুনি, টিয়ারশেল ও রাবার বুলেটে এবং হুড়োহুড়িতে পড়ে গিয়ে মেয়র এম এ মান্নানসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন৷এদিকে পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে সমাবেশ স্থলে বিএনপির দুইগ্রুপের মাঝে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে৷গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপি কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে ৷এদিকে এ পর্যন্ত পুলিশ ১০ জন নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে৷ তবে পুলিশের গ্রেফতার অভিযান চলছে৷