দৈনিকবার্তা-ঢাকা, ৯নভেম্বর: রাজধানীর পূর্বরাজাবাজারে টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক মাওলানা শায়খ নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় পিস টিভির উপস্থাপক মুজাফফর বিন মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহলে হাদিসের সাবেক সভাপতি মোজাফফর বিন মহসিনকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত৷ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও কেন্দ্রীয় নেতা ছিলেন৷ আর এই সংগঠনটির সঙ্গে আহলে হাদিসের মতাদর্শগত ‘চরম দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মহসিনের নির্দেশে তার সহযোগীরাই ফারুকীকে হত্যা করেছে৷
ফারুকী হত্যাকাণ্ডের কয়েকদিন আগে ফেইসবুকে তার বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ৷গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মোজাফফর বিন মহসিন (৪০) সমপ্রতি কাজ করছিলেন উগ্র ধর্মীয় সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের হয়ে৷গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ রোববার মহসিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন৷ অন্যদিকে এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন মহসিনের আইনজীবী মো. আবদুল মতিন৷শুনানি শেষে মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷নুরুল ইসলাম ফারুকীকে গত ২৭ অগাস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় গলা কেটে হত্যা করা হয়৷ তার পরিবারের দাবি, সুনি্নবাদী এই নেতাকে হত্যার পেছনে কোনও উগ্রপন্থি সংগঠন জড়িত৷
হত্যার রাতেই ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয়ের আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন৷ পরে ইসলামী ফ্রন্টের অনুসারী ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আরেকটি মামলা করেন৷ আদালতের নির্দেশে দুটি মামলার তদন্তই একসঙ্গে করছে পুলিশ৷পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, মহসিনের নির্দেশে তার সহযোগীরাই বাসয় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফারুকীকে হত্যা করে৷আহলে হদিসের সাবেক সভাপতি মহসিন পিস টেলিভিশনের ইসলামী অনুষ্ঠানের বক্তা৷ ফারুকীর সঙ্গে তার আদর্শগত বিরোধ ছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যায় সংশ্লিষ্ট বাকিদের সন্ধান পাওয়া যাবে৷অন্যদিকে মহসিনকে তিন দিন আগে আটক করা হয়েছে দাবি করে রিমান্ডের বিরোধিতা করেন তার আইনজীবী আবদুল মতিন৷
মহসিনকে রিমান্ডে পাঠানোর বিরোধিতা করে বিচারককে তিনি বলেন, পুলিশকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলেন৷ আপনি আল্লাহর দোয়া পাবেন৷ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক তুষার যে মামলাটি দায়ের করেছেন, তাতে ছয় টিভি উপস্থাপককে আসামি করা হলেও সেখানে মহসিনের নাম ছিল না৷এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দুই জন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তবে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও হত্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মাওলানা ফারুকী খুন হওয়ার কয়েকদিন আগে মহসিন ফেইসবুকে একটি ভিডিও প্রচার করেন, যাতে বলা হয়, ফারুকী শিরক করছেন৷ এর প্রতিবাদে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় সেখানে৷