দৈনিকবার্তা-জয়পুরহাট, ৯নভেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচন পর্যনত্ম বিএনপিকে অপেৰা করার আহবান জানিয়ে বলেছেন , কোন ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে এদেশের জনগণ তার জবাব দেবে ৷তিনি বলেন, বিএনপি নির্বাচনী ট্রেন মিস করে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা দেশবাসী কিছুতেই মেনে নিবে না৷সৈয়দ আশরাফুল ইসলাম রোবাবর জেলার জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি৷জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, আনত্মর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কানত্মি দাস এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ৷
সৈয়দ আশরাফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা৷ এ নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতো৷ সেই নির্বাচনে না গিয়ে এখন তারা আন্দোলনের হুমকি দিচেছন৷তিনি বলেন, কোন হুমকিতে আওয়ামীলীগ ভয় পায়না৷ আগামী নির্বাচন পর্যনত্ম বিএনপিকে অপেক্ষা করতে হবে৷ তা না হলে যে কোন ধরনের অরাজকতা সৃষ্টির জবাব দেবে এদেশের জনগণ৷জঙ্গীবাদ দমনে বিভিন্ন রাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলার মাটিতে জঙ্গীবাদের কোন স্থান হবেনা৷বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম