স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর:  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ নাসিম ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন৷তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ট্রেন ছাড়া হয়েছিল উঠতে পারেননি৷ এবার নির্বাচনের ট্রেন ধরতে স্টেশনের দাঁড়িয়ে থাকেন, ২০১৯ সাল পর্যনত্ম৷ নির্বাচনের ট্রেনে ওঠার প্রস্তুতি গ্রহণ করুন এর আগে সুযোগ নাই৷

শনিবার বগুড়ার শেরপুর উপজেলা টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের নতুন ভবনের উদ্বোধন কালে এ কথা বলেন৷পরে মন্ত্রী ছাত্রীদের নবীণ বরণ এবং দুপুর পৌনে তিনটায় বগুড়া মোহাম্মদ আলী হাপাতাল চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারি পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন৷বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সংসদ সদস্য হাবিবর রহমান, শফিকুল ইসলাম শিমুল এমপি প্রমুখ বক্তব্য রাখেন৷

মোহাম্মদ নাসিম বলেন, গত ৫ জানুয়ারী নির্বাচন বানচাল করতে বিএনপি ও জামায়াত জোট দেশের মন্দিরে, মসজিদে হামলা চালিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে৷ কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি৷তিনি বলেন, বিএনপি জামায়াত জোট নির্বাচনের নামে পুলিশ-বিডিআর মেরে রাজনৈতিক কর্মকান্ড চালায় তারা কোনদিন দেশের উন্নয়ন করতে পারবেনা৷ তাই অতীতের ভুশ সংশোধন করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে আসেন৷

আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমান সরকার এদেশ থেকে দারিদ্র বিমোচন করছে, জঙ্গীদমন করেছে এবং জনগণের সু চিকিত্‍সার জন্য গ্রামে গ্রামে সাড়ে ৬ হাজার ডাক্তার দিয়েছেন৷ আরো ১০ হাজার সেবিকা নিয়োগ দেওয়া হবে৷স্বাস্থ্যমন্ত্রী বলেন, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের বেড বাড়ানো পাশাপাশি অতি দ্রুত চিকিত্‍সার আধুনিক সরাঞ্জামাদি দিয়ে আধুনিকায়ন করা হবে৷

পরে মোহাম্মদ নাসিম বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন করেন৷ পরিদর্শন শেষে হাসপাতাল চত্ত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন৷সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা এনামুল হক৷ বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য নুরম্নল ইসলাম ওমর, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি মোসত্মফা আলম নাননুসহ অন্যান্য নেতকৃবৃন্দ৷এদিকে বিকেলে বগুড়ার একটি হোটেলে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা আয়োজিত রাজশীহী বিভাগীয় চিকিত্‍সক সমাবেশে যোগ দেন নাসিম৷