২শ' বিদ্রোহীকে হত্যার দাবী ইউক্রেইন বাহিনীর

দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর:  পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে একদিনের লড়াইয়ে সবচেয়ে বেশি যোদ্ধা হারিয়েছে দেশটির বিদ্রোহীপক্ষ৷বৃহস্পতিবার দোনেত্‍স্ক শহরের বিমানবন্দরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ২০০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবী করেছে ইউক্রেইনীয় সেনাবাহিনী৷ শুক্রবার সেনাবাহিনীর সংবাদ বিভাগ থেকে এ দাবী জানানো হয়েছে৷

নিজেদের দাপ্তরিক ফেইসবুক পাতায় সংবাদ বিভাগ বলেছে, শুক্রবার দোনেত্‍স্ক বিমানবন্দর এলাকায় ইউক্রেইনীয় বাহিনীর অবস্থানের ওপর যে যোদ্ধারা গোলাবর্ষণ করছিল পাল্টা গোলাবর্ষণে তারা ধ্বংস হয়ে গেছে৷  একইদিন আলাদাভাবে ইউক্রেইনীয় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রে লাইসেঙ্কো জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দোনেত্‍স্ক ও লুগানস্ক অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ সরকারি সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন৷

তিনি দাবী করেছেন, গতদিনে বিদ্রোহীরা উল্লেখযোগ্য সংখ্যক শক্তিবৃদ্ধি করেছে৷ তিনি দাবী করেছেন, ওই সেনারা ও তাদের সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করে” ইউক্রেইনে প্রবেশ করেছে৷  এর বিপরীতে বিদ্রোহীদের সংবাদ বিভাগ বিনা উস্কানিতে হামলার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে৷তারা বলেছে, পদাতিক বাহিনীর বহু সাঁজোয়া যান, অস্ত্রবাহী ট্রাক বিদ্রোহীদের প্রধান শক্তিকেন্দ্র দোনেত্‍স্ক শহরের দিকে এগিয়ে আসছে৷তবে পূর্ববর্তী ২৪ ঘন্টায় তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি বিদ্রোহীরা৷এর আগে দোনেত্‍স্ক সিটি কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাতভর সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই হয়েছে৷ এতে ১৫ বেসামরিক মানুষ আহত হলেও কেউ নিহত হননি বলে বলা হয়েছে৷