দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর: অদ্য ০৮/১১/১৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সের টেলিকম অডিটরিয়ামে স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ ঢাকায় কর্মরত পুলিশ ও দাপ্তরিক সদস্যদের কৃতি সনত্মানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, স্পেশাল ব্রাঞ্চ উপস্থিত থেকে কৃতি সনত্মানদের ক্রেষ্ট, সার্টিফিকেট, ডিকশনারী ও বৃত্তি প্রদান করেন৷ বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডিশনাল আইজিপি এসবি মহোদয়ের সহধর্মিনী মিসেস হাবিবা হোসেন৷ আরো উপস্থিত ছিলেন ডিআইজি সিটি এসবি জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঞা পিপিএম, ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মীর শহীদুল ইসলাম পিপিএম, ডিআইজি (পলিটিক্যাল) জনাব মোঃ মাহবুব হোসেন পিপিএম, বিপিএম (সেবা), ডিআইজি (প্রটেকশন) জনাব মোঃ রফিকুল ইসলাম, কমান্ড্যান্ট, এসবি ট্রেনিং স্কুল জনাব ইয়াসমিন গফুর পিপিএম (সেবা) এবং কৃতি সনত্মানদের সম্মানিত অভিভাবক ও কৃতি সনত্মানবৃন্দ৷
সম্মাননা প্রদানের ৰেত্রে এটি ছিল স্পেশাল ব্রাঞ্চের দ্বিতীয় আয়োজন৷ মেধাবী সনত্মানদের অনুপ্রেরনা ও উত্সাহ প্রদান করার লৰ্যে সর্বমোট ১৭৬ (একশত ছিয়াত্তর) জন জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি সনত্মানকে সম্মাননা প্রদান করা হয়৷ এর মধ্যে কোরআনে হাফেজ ০২ জন, পিএসসি ৪৭ জন, জেএসসি ৪৩ জন, এসএসসি ৩৮ জন, ও-লেভেলস-০২ জন, এ-লেভেলস-০১ জন, এইচএসসি-২৮ জন ও স্নাতক ও স্নাতক উত্তর তদুধর্্ব ১৩ জনকে এই সম্মাননা প্রদান করা হয়৷