dipu moni

দৈনিকবার্তা-পাবনা,৮নভেম্বর:  আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এমপি বিএনপি-জামায়াত জোটের উদ্দেশ্যে বলেছেন, তারা দেউলিয়ার চরম পর্যায়ে পেঁৗছে গেছে৷ এখন হুংকার ছাড়া আর কোনও উপায় নেই৷ আর এই হুংকার দেশবাসির কানে পৌঁছাবে না৷

পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল পূর্ব সার্কিট হাউজে গণমাধ্যম কর্মিদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন৷ সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জন করতে গেলে জনগণেরই সম্পৃক্ততা লাগে৷ যেটা তাদের নেই৷ জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বর্তমান সরকার সচেষ্ট৷ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ এই এগিয়ে যাওয়া কোন দেউলিয়া গোষ্ঠির পক্ষে ঠেকানো সম্ভব নয়৷  যুদ্ধাপরাধী প্রসঙ্গে ডা. দিপু মনি বলেন, দু’একটি দেশ ছাড়া গোটা পৃথিবী বাংলাদেশের মানবতা বিরোধী একাত্তরের যুদ্ধাপরাধীদের আনত্মর্জাতিক মানের বিচার ব্যবস্থা সনত্মোষ প্রকাশ করেছেন৷ দিয়েছেন সমর্থন৷

ইিইউ’র সম্প্রতিক সময়ের প্রতিক্রিয়ার ব্যাপারে ডা. দিপু মনি বলেন, তাদের দেশে মৃতু্যদন্ডের ব্যবস্থা নেই৷ কিন্তু আমার দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল৷ আর দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আনত্মর্জাতিক মানের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও দোষীদের বিচার এবং রায় কার্যকর শুরম্ন হয়েছে৷

দুপুর ১২টায় পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেল রফিকুল ইসলাম বকুল পৌর মাঠে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারোফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনের পরিচালনায় সম্মেলনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা: দিপু মনি৷ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি৷ বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন৷