Amir Hosain Amu

দৈনিকবার্তা-ঢাকা, ৮নভেম্বর: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি-জামায়াতের আন্দোলনের হুমকিকে ব্যর্থ আস্ফালন বলে মনত্মব্য করেছেন৷তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সুশৃঙ্খল ও শানত্মিপূর্ণ আন্দোলন হওয়া উচিত৷ এটা আমরাও বিশ্বাস করি৷ কিন্তু সে আন্দোলনে জনসম্পৃক্ততা থাকতে হবে৷

গত বছর আন্দোলন ও হরতালের নামে সহিংস তান্ডব ও পেট্রোল বোমায় মানুষকে পুড়িয়ে মারার ঘটনা উলেস্নখ করে আমির হোসেন আমু বলেন, ওই আন্দোলনের পর মানুষের মনে যে ভীতির সঞ্চার হয়েছে তাতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন জনসম্পৃক্ততা পাচ্ছে না৷শিল্পমন্ত্রী শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে গণপ্রকৌশল দিবস-২০১৪ ও আইডিইবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷

বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নয়- এ কথা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়৷শিল্পমন্ত্রী বলেন, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই৷ ইসলাম ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে যারা রাষ্ট্র ৰমতায় আসীন হয়েছেন তাদের কেউই ধর্ম প্রচারে নামেননি বরং মহান আল্লাহর অলিরাই দেশ- দেশানত্মরে ঘুরে ইসলাম ধর্মের প্রচার করেছেন৷ গণপ্রকৌশল দিবসের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ৷আইডিইবি’র কেন্দ্রীয় সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তৃতা করেন৷

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলৰে কেন্দ্রীয়ভাবে ৭ থেকে ১৪ নভেম্বর পর্যনত্ম আইডিইবি সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে৷ এছাড়াও দেশের ৪৬৪টি উপজেলায় ডিপেস্নামা প্রকৌশলীরা পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন৷’দক্ষতা-সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় আলোচনা সভার আয়োজন ছাড়াও কর্মসূচিতে স্মারক বক্তৃতা, স্বেচছায় রক্তদান রয়েছে৷শিল্পমন্ত্রী ডিপেস্নামা প্রকৌশলীদের প্রকৃত উন্নয়নের কারিগর হিসেবে অভিহিত করে বলেন, আপনারা গ্রামের মানুষের কাছাকাছি থেকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাসত্মবায়ন করে থাকেন৷তিনি সর্বোচ্চ সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য ডিপেস্নামা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান৷

আমির হোসেন আমু বলেন, জনগণের অর্থের যাতে অপচয় না হয় সে বিষয়েও আপনারা লৰ্য রাখবেন৷ তিনি বলেন, ব্যক্তিগত ছোট-খাট মত পার্থক্য ভুলে গিয়ে সবাইকে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে৷ তাহলেই ২০২১ সাল নাগাদ শিল্পসমৃদ্ধ মধ্যম-আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হবে৷শিল্পমন্ত্রী বলেন, আসুন আমরা এ লৰ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করি৷ জয় আমাদের হবেই৷তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানের চেষ্টা করা হবে৷পরে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়৷ শিল্পমন্ত্রী পায়রা উড়িয়ে এ র্যালির উদ্বোধন করেন৷