Mohammad amer

দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর: ক্রিকেটের অন্ধকার অধ্যায়ের একটি স্পট ফিঙ্ংিয়ের কারণে নিষিদ্ধ হওয়া ও জেল খাটা পাকিসত্মানি পেসার মোহাম্মদ আমেরকে নাটকীয়ভাবে খেলায় ফেরার সুযোগ দেয়া হচ্ছে৷রোববার দুবাইতে শুরু হওয়া দুই দিনব্যাপী ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)সভায় সংস্থার দুনর্ীতি বিরোধী নিয়মে পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷ পরিবর্তিত নিয়মে নিষিদ্ধাদেশের সময় শেষ হওয়ার আগেই নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ থাকছে৷

একটি সুত্র বার্তা সংস্থা এএফপিকে জনিয়েছে, আইসিসির নির্বাহী প্রধানদের কমিটি ইতোমধ্যেই নতুন নিয়মে অনুমোদন দিয়েছে এবং একইভাবে পূর্ণাঙ্গ বোর্ড সুপারিশ করেছে৷যদিও পরিবর্তিত এই নতুন নিয়ম নিষিদ্ধ হওয়া সকল খেলোয়াড়দের ৰেত্রেই প্রযোজ্য হবে৷ তবে এটা থেকে ২০১০ সালে পাকিসত্মান দলের ইংল্যান্ড সফরে স্পট ফিঙ্ িকেলেঙ্কারির পর ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া ২২ বছর বয়সী আমের বিশেষ সুবিধা পাবেন৷

চার বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থেও বিনিময়ে ইচছাকৃত নো বল করেছিলেন পাকিসত্মানের দুই পেসার আমের ও মোহাম্মদ আসিফ এবং দলটির তত্‍কালীন অধিনায়ক সালমান বাট৷ ২০১১ সালের ফেব্রম্নয়ারি মাসে আইসিসির দুনর্ীতি বিরোধী ট্রাইবুনালের প্রধান মাইকেল বেলফ কিউসি খেলোয়াড়দেরকে নিষিদ্ধ করেন৷ তবে একই সঙ্গে এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সর্বোচ্চ শাসত্মি পাঁচ বছরের জন্য সুপারিশ করার কথা বলেছিলেন৷বাঁ-হাতি পেসার আমের পাঁচ বছর, পাঁচ বছর সাসপেন্ডসহ বাটকে দশ বছর এবং দুই বছর সাসপেন্ডসহ আসিফকে সাত বছরের জন্য নিষিদ্ধ করা হয়৷ তিন জনকেই জেলও খাটতে হয়৷আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘আইসিসির দুনর্ীতি বিরোধী আইন এবং ডোপিং আইনসহ পরিবর্তিত নিয়মের বিষয়ে নির্বাহী কমিটির সুপারিশ আইসিসি বোর্ড আলোচনা করবে৷

৯-১০ নভেম্বরের বৈঠকে পরিবর্তিত নিয়ম নিয়ে আলোচনা হবে বলে গত মাসে ইঙ্গিত দিয়েছিলেন আইসিসি প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন৷কোন সময়ের উল্লেখ না করে দক্ষিণ আফ্রিকার সাবেক এ উইকেটরক্ষক বলেন, পরিবর্তিত নিয়মে নিষিদ্ধাদেশের সময় শেষ হওয়ার নির্দিষ্ট একটা সময় আগে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দেরকে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ দেয়া হচ্ছে৷

আমেরের নিষিদ্ধাদেশের কিছু নিয়মে শিথিল হতে পাকিসত্মান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল৷ যার ফলে পুরো নিয়মটি পুনরায় বিবেচনা করার লক্ষ্যে আইসিসি গত বছর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে৷পরিবর্তিত নিয়ম অনুমোদন পেলে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের আবেদন করতে হবে৷পিসিবি আমেরের পক্ষ থেকে আবেদন করতে পারে৷ তবে বাট ও আসিফের নিষিদ্ধাদেশ যেমন আছে তেমনই থাকবে৷