দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর: শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সমালোচনা করে বেশ বেকায়দায় রয়েছেন জয়া বচ্চন। এর মধ্যেই পাল্টা আঘাত করে বসেছেন শাহরুখ খান। সদ্য সমাপ্ত একটি সাহিত্য উত্সবে জয়া বচ্চন জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ দেখতেনই না, যদি না এখানে অভিষেক অভিনয় করত। এটা তার দেখা অন্যতম অর্থহীন ছবি। জয়ার এমন বক্তব্যে চাপা ঝড় শুর হয় বলিউডে। ফলশ্রুতিতে শাহরুখকে ফোনও করেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু শাহরুখ তাতে সাড়া দেননি। বরং মুখে কুলুপ এঁটে বসেছিলেন। অবশেষে জয়ার মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
শাহরুখ জানান অমিতাভ অভিনীত ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিটি, তার দেখা অন্যতম অর্থহীন ছবি, কিন্তু আজ সেই ছবিই কয়েকটি সেরা ছবির মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়। তবে ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিতে বিনোদনের যথেষ্ট উপাদান আছে বলে মনে করেন তিনি। সেই জন্যই তিনি এই ছবি একাধিকবার দেখেছেন এবং দেখবেনও বলে জানিয়েছেন।