Zimbabwe_Cricket_(logo).svg

দৈনিকবার্তা-ঢাকা,৮নভেম্বর: বাংলাদেশ সফরে টানা দুটি টেস্ট হেরে সিরিজ খোয়ানো জিম্বাবুয়ে দলের জন্য দু:সংবাদ৷ অফস্পিনার ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে আম্পায়াররা৷গত শুক্রবার খুলনা টেস্টে বাংলাদেশের কাছে ১৬২ রানে হারের ম্যাচে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা৷  এই ম্যাচে অনিয়মিত স্পিনার ওয়ালারই ছিলেন জিম্বাবুয়ের সেরা বোলার৷ প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেছিলেন তিনি৷

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শনিবার এক বিবৃতিতে জানায়, ৩০ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদনটি শুক্রবার জিম্বাবুয়ে দলের ম্যানেজার মুফারো চিতুরুমানিকে দেয়া হয়েছে৷

আম্পায়ারদের এই আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে ওয়ালারকে৷ তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরণের ম্যাচে বল করতে পারবেন তিনি৷আগামী বুধবার চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে৷