দৈনিকবার্তা-চট্টগ্রাম,৮নভেম্বর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষবর্ষে সি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদে প্রঙ্ িদেয়ার অভিযোগ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে৷ লাখ টাকার চুক্তিতে তারা চাবিতে অন্যের পরীক্ষা দিতে এসেছিল বলে জানা গেছে৷ আটক দুই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম ও ডালিম মিয়া৷
সাইফুলকে আইআরটি ভবনের ৫ নম্বর কক্ষ থেকে ও ডালিমকে সমাজবিজ্ঞান অনুষদের ৩০৬ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে৷আটককৃতদের মধ্যে সাইফুল এক লাখ ১০ হাজার টাকা চুক্তিতে ও ডালিম এক লাখ টাকা চুক্তিতে অন্যের পরীক্ষা দিতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজ উদ- দৌলা জানান, প্রঙ্ িদেয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে৷ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷পুলিশ জানিয়েছে আটককৃতদের ভ্রাম্যমাণ আদলতের কাছে হস্তান্তর করা হবে