দৈনিকবার্তা-ঢাকা, ৮নভেম্বর: নৌ পরিবহন মন্ত্রী শাজহান খান বলেছেন, ৰমতা এবং অর্থবিত্ত হারিয়ে বিএনপি এখন পাগল হয়ে গিয়েছে৷ খালি প্রলাপ বকছে৷ তাদের পাগলা গারদে রাখা ছাড়া অন্য কোন গত্যনত্মর নেই৷
তিনি বলেন, অর্বাচিন তারেক জিয়া বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করেছে৷ পঞ্চম শ্রেণীতে পড়া একজন ছাত্র বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তারেক জিয়া তাও জানে না৷ এটা তার মুর্খ্যতা৷মন্ত্রী শনিবার শাহবাগের জাতীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান’ ও সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
এতে উদ্ধোধক ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা৷ বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, অধ্যাপক ডা. মোকলেছুর রহমান, সংগঠনের যুগ্ম মহাসচিব মঈনুল হাসান চৌধুরী প্রমুখ৷ সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রেদুয়ান খন্দকার৷অনুষ্ঠানে ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ৰেত্রে অবদানের জন্য সম্মাননা দেয়া হয়৷ পরে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷মন্ত্রী শাজাহান খান বলেন, জামায়াতের টাকার উত্স কি তা জনগন জানতে চায়৷ পাকিসত্মান আমলে পূর্ব পাকিসত্মান উদ্ধারের নামে প্রচুর টাকা গোলাম আযম পেয়েছেন৷ আমার প্রশ্ন সে টাকা কোথায় গেল৷
তিনি বলেন, দেশ এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে৷ একদিকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি অপরদিকে যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি৷ এখন সবার সিদ্ধানত্ম নেয়া সময় এসেছে৷ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে৷তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ নতুবা আমাদের কষ্টার্জিত স্বাধীনতা নস্যাত্ হয়ে যাবে৷স্থাটনীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ ছাড়া আর কিছু চিনত্মা করা যায় না৷ পাশর্্ববতী দেশ ভারত, বার্মার চেয়ে আমরা এগিয়ে৷ ১৯২১ সালের মধ্যে দেশ ডিজিটাইলাজড হবে৷
তিনি আরো বলেন, ২০১৩ সালে ৮৪ দিন গাড়ী বন্ধ রয়েছে৷ ৪৮জন বাস শ্রমিকে পুড়িয়ে বা পিটিয়ে হত্যা করা হয়েছে৷ যারা হাসপাতালে ছিল তাদেরকে বিরোধী দলীয় নেত্রী একবারও হাসপাতালে দেখতে যায়নি৷ হরতাল করা গণতান্ত্রিক অধিকার৷ আমার প্রশ্ন হরতাল মানে কি পিটিয়ে মারা, আগুন দেয়া, ভাংচুর করা?