fire

দৈনিকবার্তা-ঢাকা,৭নভেম্বর: পুরান ঢাকার বংশালে মোটর যন্ত্রাংশের একটি গুদামে এবং রাজধানীর বকশি বাজার এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ন্ত্রিত একটি কম্বল কারখানায় অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে৷রাজধানীর নাজিমুদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কম্বল কারখানায় আগুন লেগেছে৷ ওই কম্বলের কারখানাটির অবস্থান কেন্দ্রীয় কারাগারের আইজি প্রিজন অফিস সংলগ্ন৷ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে৷ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটে আগুন লাগে৷ তবে কীভাবে আগুনের সূত্রপাত তাত্‍ক্ষণিকভাবে তা জানা যায়নি৷

বিকেল ৫টা ২০ মিনিটে মোবাইল ফোনে কথা বলেন কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আরিফুল ইসলাম৷ তখন তিনি কারাগারের মূল ফটকের বাইরে ছিলেন৷ তিনি বলেন, কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন, ভেতর থেকে ধোঁয়া বেরুচ্ছে৷ তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানিয়েছেন৷শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী৷আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে পৌঁছে নেভানোর কাজ শুরু করে৷

চক বাজার থানার ওসি আজিজুল হক, এটি নিয়ন্ত্রিত এলাকা৷ জেল কর্তৃপক্ষই ওই কারখানা দেখাশোনা করেন৷ কম্বল তৈরির সঙ্গেও জেল পুলিশ যুক্ত৷ কয়েদিরা এর সঙ্গে যুক্ত নন৷অগি্নকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই একতলা ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান তিনি৷তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তাত্‍ক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী৷
সর্বশেষ খবরে জানা গেছে আগুন নিয়ন্ত্রনে এসেছে৷

এদিকে, পুরান ঢাকার বংশালে মোটর যন্ত্রাংশের একটি গুদামে অগি্নকাণ্ড ঘটেছে৷ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে বংশাল বড় মসজিদ সংলগ্ন ছয়তলা ভবনের চারতলায় ওই গুদামে আগুন লাগে৷ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে৷স্থানীয়রা জানান, চারতলায় ওই মোটর যন্ত্রাংশের গুদামের মালিক হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি৷আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তাত্‍ক্ষণিকভাবে জানা যায়নি৷