দৈনিকবার্তা-ঢাকা,৬নভেম্বর: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ যদিও এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ পরীক্ষ অনুষ্ঠিত হবে৷
এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৷ সেই প্রেক্ষিতে এবার রেকর্ডসংখ্যক ২ লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী আবেদন করেছে৷এর আগে ৩৪তম বিসিএসে আবেদন করেছিলে ২ লাখ ২১ হাজার ৫৭৫ আর ৩৩তম পরীক্ষায় আবেদন করে ১ লাখ ৯৩ হাজার ৫৯ জন৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার সময়, হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হবে৷