image_147842.barishal map

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৬নভেম্বর: হাসপাতাল চত্বরে প্যাথলজি স্থাপন করে ব্যবসা করার অপরাধে বৃহস্পতিবার গৌরনদী উপজেলা হাসপাতালের এক টেকনোলজিস্টকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে৷সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গৌরনদী উপজেলা হাসপাতালের টেকনোলজিষ্ট পরিমল চন্দ্র মৃধা চাকুরিরত অবস্থায় হাসপাতালের সামনে কয়েক বছর আগে আশোকাঠী প্যাথলজি নামের একটি ডায়াগনেস্টিক সেন্টার স্থাপন করেন৷ স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্ব পালন না করে তিনি অধিকাংশ সময় নিজের প্যাথলজিতে আসা রোগী নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন৷

এছাড়া নিজের (পরিমলের) প্যাথলজি সেন্টারের এঙ্রে মেশিন সচল রেখে তিনি হাসপাতালের ১৫ লক্ষাধিক টাকা মুল্যের একটি আধুনিক এঙ্রে মেশিনটি নষ্ট করে ফেলে রেখেছেন৷ ফলে গৌরনদী হাসপাতালের এঙ্রে মেশিনটি দীর্ঘ ৫ বছর যাবত বিকল অবস্থায় পড়ে থাকার কারণে হাসপাতালে চিকিত্‍সা নিতে আসা রোগীদের বাহির থেকে এঙ্রে করাতে হচ্ছে৷ পরিমল স্থানীয় ও প্রভাবশালী হওয়ার কারণে নানা অভিযোগ থাকা সত্যেও হাসপাতাল কতর্ৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়রা জানান৷

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আব্দুল ওহাব ও বরিশালের সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান হাসপাতাল চলাকালীন সময়ে আকস্মিকভাবে গৌরনদী হাসপাতালে পরিদর্শনে এসে টেকনোলজিস্ট পরিমলকে কর্মস্থলে পাননি, তিনি তার নিজস্ব প্যাথলজিতে ছিলেন৷ এ সময় স্থানীয়রা পরিমলের বিরুদ্ধে উধর্্বতন কর্তৃপক্ষের কাছে নানা অভিযোগ করলে তাকে তাত্‍ক্ষনিকভাবে পিরোজপুরের ভান্ডারিয়া হসেপাতালে স্ট্যান্ড রিলিজ করা হয়৷