Atok-660x330

দৈনিকবার্তা–লালমনিরহাট,৬নভেম্বর: লালমনিরহাটের কালীগঞ্জে তিসত্মা নদীর চরে অশ্নীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর থেকে এসব জুয়াড়িদের আটক করা হয়৷ এ সময় জুয়ারম্নদের হামলায় ৩ পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে৷

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে দূর্গম তিসত্মার ওই চরে যাত্রা গানের নামে রাতভর অশ্নীল নৃত্য ও জুয়ার আসর বসত৷ স্থানীয়দের ম্যানেজ করে জুয়াড়িরা এসব আয়োজন করত৷ এমন একটি গোপন সংবাদে কালীগঞ্জ ও সীমানত্মবর্তি রংপুর জেলার গংগাচওড়া থানা পুলিশকে সাথে নিয়ে তিনি নিজে অভিযান পরিচালনা করেন৷ এ সময় অশ্নীল নৃত্য ও জুয়া খেলার দায়ে ২০ জন যাত্রা শিল্পী ও জুয়াড়িকে আটক করে পুলিশ৷ এ সময় জুয়ারম্নদের হামলায় কালীগঞ্চ থানা পুলিশের উপ-সহকারী পরিদশর্ক (এএসআই) আনিছুর জ্জামান, পুলিশ সদস্য একারামুল হক ও সইদুল রহমান গুরম্নত্বর আহত হয়েছে৷ কালীগঞ্চ থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আনিছুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷