Mymensingh-Palithin--300x254

দৈনিকবার্তা-ময়মনসিংহ,৬নভেম্বর:  শহরের স্বদেশী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত৷ পলিথিন আমাদানিকারক পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে৷ পরে কাচারীঘাটে ব্রহ্মপুত্র নদের পাড়ে জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র্যাব-১৪ এর সহায়তায় শহরের স্বদেশীবাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাক থেকে পলিথিন নামিয়ে গোডাউনে রাখার সময় ট্রাক ও গোডাউন থেকে প্রায় ১২ টন পলিথিন জব্দ করা হয়৷ এ সময় গোডাউন মালিক পালিয়ে গেলে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়৷ জিজ্ঞাসাবাদের ট্রাকচালক ও হেলপারকে নিয়ে যায় র্যাব৷ পরে কাচারীঘাটে ব্রহ্মপুত্র নদের পাড়ে জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷

ট্রাকের চালক মিলন জানায়, ট্রাকে যে পলিথিন আছে তা তার জানা ছিল না৷ ভিন্ন জিনিসের কথা বলে পলিথিন লোড করে তাদের ময়মনসিংহে পাঠানো হয়েছে৷ ঢাকার বাবুবাজার থেকে স্বদেশী বাজারের চিত্ত রঞ্জন দে, মনিরুজ্জামান মনির, বৃত্ত, বাপ্পি ও বিশ্বাজিতের নামে পলিথিনগুলো এসেছে বলে জানায় ট্রাকচালক৷ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকন তংচংগ্যা জানান, জব্দকৃত পলিথিন কাচারীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ পলিথিন আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷