দৈনিকবার্তা-পাবনা,৬নভেম্বর: পাবনা ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেল ব্রীজের গার্ডারে ধাক্কায় ঢাকা থেকে রাজশাহীগামী আনত্মঃনগর সিল্কসিটি ট্রেনের দুই দুই যাত্রী নিহত হয়েছেন৷ নিহতরা হলেন, নওগা জেলার সাপাহারের তাছিল (১৭) অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি৷ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মারা যান৷
জিআরপি সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আনত্মঃনগর সিল্কসিটি রাজশাহী যাচ্ছিল৷ ট্রেনটি রাত নয়টার দিকে পাবনা ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেল ব্রীজের অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুজন যাত্রী ব্রীজের গার্ডারে ধাক্কা খেয়ে গুরম্নতর আহত হন৷
আহতদের উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ রাত দেড়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তারা দুজনই মারা যান৷ এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে৷