দৈনিকবার্তা-বরগুনা,৬নভেম্বর: বরগুনা বরগুনার বামনা থানা পুলিশ বুধবার রাতে স্থানীয় আমুয়া ফেরিঘাট থেকে দুটি হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আ. লতিফ ওরফে বাবুল (৪২) গিয়াস উদ্দিন(২৮)গ্রেপ্তার করে৷ এসময় তাদের অপর দুই সহযোগী লিটন ও হারুন পালিয়ে যায়৷ পরে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে কাকচিড়া বাজার থেকে লিটনকে(৩০) গ্রেপ্তার করে৷ আটককৃতরা জামায়াতের কমর্ী বলে পুলিশ ধারনা করছে৷
বামনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, বুধবার রাতে দুটি মটর সাইকেলে বামনা ফেরিঘাট থেকে পাথরঘাটা যাবার সময় পুলিশ গাড়ি দাড়াতে বলে৷ না দাড়িয়ে পালাবার চেষ্টা করলে পুলিশ একটি গাড়ি সহ দুই জনকে আটক করে৷ এ সময় অন্য গাড়িটি পালিয়ে যায়৷ আটকৃত গাড়ির যাত্রীদের তল্লাশী করে টেপ দিয়ে মোড়ানো দুটি হাত বোমা, গান পাউডার, প্লাস্টিকের হাত মোজাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়৷
তিনি আরোও জানান, বরিশাল থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিল আটকৃতরা ৷ আটককৃত ও পলাতকদের বাড়ি পাথরঘাটা বলে পুলিশ জানায়৷ বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে আটকৃতরা পাথরঘাটা যাচ্ছিল বলে পুলিশ ধারনা করছে৷ আটককৃতদের বিরম্নদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৪(৫) ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ৷