জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

দৈনিকবার্তা–ঢাকা,৬ নভেম্বর: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে৷ পুলিশের সামপ্রতিক কার্যক্রম সাংঘাতিক রূপ নিয়েছে৷ তাদের আচরণ সংযত করতে হবে এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে৷

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন৷ গত ১৭ অক্টোবর বাদ জুমা মোহাম্মদপুরের ইকবাল রোডে পুলিশের গুলিতে আহত হন নাফিজ সালাম (৩৭) নামের একজন সাধারণ মানুষ৷ তাকে দেখতে বেলা ১১টা ২০ মিনিটে চেয়ারম্যান ঢাকা মেডিকেলের সার্জারি ওয়ার্ডে যান৷ সেখানে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করে নাফিজের খোঁজখবর নেন৷ উপস্থিত চিকিত্‍সকেরা মিজানুর রহমানকে জানান, নাফিজের অবস্থা খুব খারাপ ছিল৷ তিনি মারাও যেতে পারতেন৷

পরে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, একজন নাগরিককে খুব কাছে থেকে এভাবে গুলি করা এক ধরনের বর্বরতা ও অসভ্যতা৷ এভাবে গুলি করার নির্দেশ পুলিশকে কে দিয়েছে?তিনি বলেন, একটি নির্দিষ্ট জেলার পুলিশের কতিপয় সদস্য এ ধরনের কর্মকাণ্ড বেশি করছেন৷ মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে৷ এ বিষয়ে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে৷ পদক্ষেপ না নেয়া হলে মহামান্য রাষ্ট্রপতিকে জানানো হবে৷

গুলিবিদ্ধ নাফিজ জানান, ১৭ অক্টোবর ইকবাল রোডের মসজিদে জুমার নামাজ পড়ে তিনি মসজিদের কাছেই দাঁড়িয়ে ছিলেন৷ এ সময় একদল যুবক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন৷ একপর্যায়ে পুলিশ তাঁকে কাছে থেকে গুলি করে৷