দৈনিকবার্তা-ঢাকা,৬ নভেম্বর: শুক্রবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে৷ শুক্রবার সকাল ৯টায় জেএসসি’র বাংলা ১ম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা৷গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৪ শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়৷হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দু’টো ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়েছে৷ দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা দু’টি আগামী ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে৷
উল্লেখ্য,জেএসসিও জেডিসি পরীক্ষার ২১ লৰ শিক্ষার্থী, তাদের শিক্ষক-অভিভাবকসহ লক্ষ লক্ষ আত্মীয়-স্বজন উদ্বিগ্নতার আছে৷ তাছাড়া আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা৷ সেখানেও আছে ৩০ লক্ষাধিক কচিমুখ৷ ডিসেম্বরে তাদের সাথে যুক্ত হবে লক্ষ লক্ষ বার্ষিক চূড়ানত্ম পরীক্ষার্থীর দল৷
৩ নভেম্বরে নির্ধারিত জেএসসি’র বাংলা ২য় পত্র ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে৷ ৩ নভেম্বরের জেডিসি’র আকাইদ ও ফিকহ এবং আত-তাওহীদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে৷
৫ নভেম্বরের জেএসসি’র ইংরেজি ১ম পত্র ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বরের ইংরেজি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে৷৫ নভেম্বরের জেডিসি’র আরবি ১ম পত্র ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বরের আরবি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে৷