নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান-2

দৈনিকবার্তা–ঢাকা,৬ নভেম্বর:  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন,দেশের মুক্তিযোদ্ধাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে জামায়াতকে আর আস্ফালন করতে দেয়া হবে না৷তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাসত্মবায়নের জন্য কাজ করছে৷ যারা একাত্তরের মানবতা বিরোধীদের পক্ষে অবস্থান নেবে তাদেরও আদালতের কাঠগড়ায় দাঁড় করানো উচিত৷

মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

সংগঠনের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনছুর আলী প্রমূখ৷শাজাহান খান বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষা করতে গিয়ে যে ব্যর্থ হয়েছেন, তা দেশের মানুষ বুঝে গেছে৷

তিনি বলেন, বিএনপি নেত্রী সিলেটের এক জনসভায় প্রকাশ্য ভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেছিলেন৷ এতে ব্যর্থ হয়ে এ বিচার যেন স্বচছভাবে হয় তার দাবি করেছিলেন৷এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে বেগম জিয়ার এ বিষয়ে কোন কথা না বলার মাধ্যমে প্রমাণ হয় এ বিচার স্বচছভাবে পরিচালিত হচ্ছে৷

শাজাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার জন্য একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্ভব হচেছ৷ এত দেশে যেমন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তেমনি অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি বন্ধ হয়ে যাবে৷