দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল),৬ নভেম্বর: বরিশালের উজিরপুরে গ্রাহকদের টাকা আত্মসাত করায় গ্রামীণ ব্যাংকে তালবদ্ধ করে এরিয়া ম্যানেজারকে এক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ গ্রাহকরা৷ গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা এরিয়া অফিস ঘেরাও করে এবং তাদের পাওনা টাকা ফেরত না পেয়ে বিক্ষুব্ধ অসহায় দরিদ্র গ্রাহকরা এরিয়া ম্যানেজার আ.রহমানকে অবরুদ্ধ করে রাখেন৷ খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের আশ্বাস দিয়ে গ্রামীণ ব্যাংকের তালা খুলে দেয়৷
ভুক্তভোগী আমিনুল ইসলাম, দুলাল মলি্লকসহ অনেকে অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মী মো. মাকসুদুর রহমান বিভিন্ন মাধ্যমে জাল জালিয়াতি করে আমাদের মত অসহায় দরিদ্র মানুষের জামানতের টাকা নিয়ে পালিয়ে যায়৷ এঘটনায় সালিস বৈঠকে মাঠ কর্মী মোকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার পেনশনের টাকা থেকে গ্রাহকদের পাওনা ৯ লক্ষ ২৫ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আবু জাফর৷ দীর্ঘ ১ বছর ৭ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন সমাধান দিতে পারেনি গ্রামীণ ব্যাংক৷
এ ঘটনাটি বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের কাছে অভিযোগ করলে তিনি একাধিকবার বরিশালের জোনাল ম্যানেজারকে বিষয়টি বলার পরও কোন কর্ণপাত করেনি জোনাল ম্যানেজার আবু জাফর৷ এ ব্যাপারে উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার আ. রহমান বলেণ, আমি এই এরিয়ায় সদ্য ম্যানেজার হিসাবে যোগদান করেছি৷ মূল ঘটনা সমর্্পকে কিছু জানিনা, কিন্তু শুনেছি৷ গ্রাহকদের টাকা পরিশোধ করতে পারবে কি না এব্যাপারে প্রশ্ন করলে বলেন, গ্রাহকরা যে দাবি করেছে আমার অভিজ্ঞতা মতে সে দাবি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ পূরন করতে পারবে কিনা আমার সন্দেহ হয়৷
এ ঘটনায় বরিশাল জোনাল ম্যানেজার আবু জাফরকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি৷ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া আনোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ গ্রাহকদের টাকা টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা ব্যাংকের তালা খুলে দেন৷ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ প্রসঙ্গে বলেন, আমি একাধিকবার বরিশাল জোনাল ম্যানেজারকে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য বলেছি৷