দৈনিকবার্তা-ঢাকা,৬ নভেম্বর: পাকিস্থান ভিত্তিক ফোরাম “বাবউল ইসলাম” ও “আনসারম্নলস্নাহ বাংলা” এর বাংলা বিভাগের মডারেটর মোরশেদ আলম (২৮) @ মাসুম @ ট্রাক্টর কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)৷ ০৫/১১/১৪ তারিখ রাত ২২.০৫ টায় তাকে মহানগরীর কল্যাণপুর এলাকা হ’তে গ্রেফতার করা হয়েছে৷ আল-কায়দা নেতা জাওয়াহিরি-এর সদ্য প্রকাশিত জিহাদের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মতবাদসহ আরবী, উদর্ু ও ইংরেজি ভাষার বিভিন্ন পোস্ট বাংলায় অনুবাদ ক’রে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ ও প্রচার ক’রে AQIS এর জন্য মুজাহিদ সংগ্রহে বিসত্মারিত পরিকল্পনা গ্রহণ করাই তার ও তার সহযোগীদের উদ্দেশ্য ছিল৷
গ্রেফতারের আগ পর্যনত্ম মোরশেদ আলম (২৮) @ মাসুম @ ট্রাক্টর ২০১১ সালে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ ক’রে বাংলালিংক মোবাইল কোম্পানীর মোবিসার্ভে অপারেশন এন্ড মেইনটেইনেন্স বিভাগে নক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন৷
জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানান, তিনি ও তার উক্ত সহযোগীরা ‘বালাকোট মিডিয়া’, ‘তিতুমীর মিডিয়া’, ‘আনসারম্নলস্নাহ বাংলা মিডিয়া’, ‘আল-কাদিসিয়া মিডিয়া’ নামে জিহাদী কার্যক্রম প্রচার ও প্রসারের লৰ্যে বিভিন্ন ধরণের অডিও ভিডিও বক্তব্য তৈরি ক’রে বাবউল ইসলাম ফোরাম, আনসারম্নলস্নাহ বাংলা ও দাওয়াহ্ ইলালস্নাহ্ ওয়েবপেইজ, ওয়ার্ড প্রেস, ফেসবুক, টুইটার, ইউ টিউব ও আল-আনসার বাংলা ম্যাগাজিন সহ বিভিন্ন বস্নগে বিভিন্ন Username ব্যবহার ক’রে উগ্র সামপ্রদায়িক বক্তব্য পোস্ট করেন৷ জিহাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারকে উত্খাত করার বক্তব্য প্রদান করেন৷ তারা এরূপ উগ্র বক্তব্য প্রদান ও প্রচার ক’রে মুজাহিদ সংগ্রহের চেষ্টা করেন৷ তাদের বিভিন্ন ওয়েব সাইটে ‘দাওয়া ইলালস্নাহ ফোরামে রেজিস্ট্রেশন চলছে’, ‘কিভাবে বসে থাকা সম্ভব’, ‘কেন আমি আল-কায়দাহ কে বাছাই করলাম’, ‘নীরবে হত্যার কৌশল’, ‘শরিয়ত নাকি গণতন্ত্র’, ‘তাগুত কে বর্জন কর’, ‘গণতন্ত্র ধ্বংস হোক’, ‘নাসত্মিক বস্নগার চক্র ও তাদের সমর্থনকারী মুরতাদ সরকারের ব্যাপারে আমাদের করণীয়’ ইত্যাদি বক্তব্য তৈরি ও প্রচার ক’রে এই সরকার, সরকারের প্রশাসনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অপচেষ্টা করেছেন৷
সমপ্রতি আল-কায়দার আমীর আইমান আল জাওয়াহিরি AQIS (AL QAIDAH IN INDIAN SUB-CONTINENT–ভারত, পাকিসত্মান, বাংলাদেশ ও বার্মা) এর মাধ্যমে যুদ্ধ প্রশিৰণ শেষে এশিয়া মহাদেশের দেশ সমূহে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লৰ্যে যুদ্ধ/জিহাদ করার মতবাদ দেন৷ যা প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ায় প্রকাশিত হয়৷ জাওয়াহিরি-এর সদ্য প্রকাশিত উক্ত বক্তব্যের বাংলায় অনুবাদ ক’রে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ ও প্রচার ক’রে AQISএর জন্য মুজাহিদ সংগ্রহে বিসত্মারিত পরিকল্পনা গ্রহণ করেন৷
গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীগণ ঝড়সবযিবত্বরহ নষড়ম, অসত্ধনষড়মSomewherein blog, Amrablog সহ বিভিন্ন প্রগতিশীল বস্নগে ছদ্ম নামে একাউন্ট করে ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তিকারীদের সনাক্ত এবং তাদের উপর নজরদারী অব্যাহত রাখেন৷ অতঃপর উক্ত বস্নগারদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য তাদের অপারেশনাল টিমকে দেন৷ ইতিমধ্যে তাদের অপারেশনাল টিম বস্নগার রাজীব হায়দারকে হত্যা এবং বস্নগার আসিফ মহিউদ্দিন, দ্বীপ আজাদ ও রাকিব মামুন কে হত্যার জন্য আঘাত ক’রে মারাত্মক জখম প্রাপ্ত করেছে৷ আসামীগণ সকলেই আধুনিক, উচ্চ প্রযুক্তি সম্পন্ন৷ তারা কৌশলগত কারণে চত্ড়ঃবপঃবফ ঃবীঃ. পড়স/সফধ, ঋধত্সযড়ঁংবProtected text. com/mda, Farmhouse সহ বিভিন্ন বস্নগে ছদ্ম নামে একাউন্ট ক’রে Encrypted message এর মাধ্যমে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান ক’রে থাকেন৷ গ্রেফতারকৃত আসামী ১১৭টি ফেসবুক একাউন্ট খুলে ১১৭টি পাসওয়ার্ড দ্বারা উক্ত একাউন্ট ব্যবহার করেছেন৷ তিনি তার প্রতিটি পাসওয়ার্ড একটি মেইল বঙ্ েসেভ করে রেখেছেন৷
আসামীর হেফাজত হ’তে (১) একটি সচল এইচপি ল্যাপটপ, (২) একটি নোকিয়া এন-৭৫ মডেলের সচল মোবাইল ফোনসেট, যার সংযোগ নং-০১৯১১-৯৬০৫৪৬, (৩) একটি সচল ASUS DVD PLAYER. (৪) একটি প্রিন্টার সফট্ওয়্যার সমৃদ্ধ সিডি, (৫) একটি ভিডিও সিডি “দি মেসেজ বাংলা”, (৬) একটি বই “যে ঘটনায় ঈমান মিলে” লেখক মুফ্তী আমীনুল হক, (৭) একটি বই “আপন ঘর বাচান” লেখক জাস্টিস মওলানা মোহাম্মাদ তাকী উসমানী, (৮) একটি বই “ছিলাহুল মু’মিন”-লেখক মুহাম্মাদ আবু ইউসুফ আলামত হিসাবে জব্দ ক’রে হেফাজতে গ্রহণ করা হয়েছে৷
উপ-পুলিশ কমিশনার, ডিবি (পশ্চিম) শেখ নাজমুল আলম পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম. মাহবুবুর রহমান পিপিএম ও সহাকারী পুলিশ কমিশনার মহরম আলী অভিযান পরিচালনা করেন৷
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স , ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷