দৈনিকবার্তা-রংপুর, ৫নভেম্বর: পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আইন মেনে বিয়ে প্দ্ধতি জেনে সংসার, বিশের পরে সংসার তারম্নণ্যের তিন অঙ্গীকার সামনে নিয়ে রংপুরে মঙ্গলবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়৷
পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে রংপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে উক্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়৷ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলহাজ্ব ডাঃ মোঃ শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান মর্শেদ কামাল এবং সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ সাইদুল রহমান৷
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মেরী স্টোপস ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার এটিএম জাহাঙ্গীর আলম, এফপিএবি জেলা কর্মকর্তা মোঃ জাফরম্নল বারী, সূর্য্যের হাসী ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মোঃ মাসুদুল রহমান, কেএমএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ কাইজার রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যান সহকারী এবং মাঠকর্মী মাহমুদা বেগম, শামীমূল ইসলাম, ফরিদা ইয়াসমীন, মোঃ শাহজাহান প্রমুখ৷
এই সভায় এফপিএবি, মেরী স্টোপস ক্লিনিক, সূর্যের হাসী ক্লিনিক, কেএমএসএস এবং আরএইচ স্টোপ -এর স্বাস’্য কর্মকর্তা ও মাঠ কর্মীসহ প্রায় দেড়শ’ জন উপস্থিত ছিলেন৷সভায় আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সংসার — তারম্নণ্যের এই তিন অঙ্গীকারকে সামনে নিয়ে মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মীদের কাজ করার আহবান জানানো হয়৷