দৈনিকবার্তা-ঢাকা, ৫নভেম্বর: মিশরের উত্তরাঞ্চলে বুধবার একটি স্কুল ছাত্র বহনকারী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্রাকসহ অপর তিনটি গাড়ির সংঘর্ষে অনত্মত ১৮ জনের মৃতু্য ও অপর ১৮ জন আহত হয়েছে৷পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, কায়রো থেকে ১৬০ কিলোমিটার (১০০মাইল) উত্তরে অবস্থিত নীল ডেল্টার দামানহুর নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে৷বিস্ফোরণের পর গাড়িগুলো অগি্নকুন্ডে পরিণত হয়৷ লাশগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় এই ঘটনায় কতজন শিৰাথর্ী মারা গেছে তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি৷ খবর এএফপি’র৷আগুন স্কুল শিৰাথর্ীদের বহনকারী পুরো বাসটিকে গ্রাস করে৷চকিত্সকরা জানান, একটি সেডান গাড়ির ভেতর থেকে এক পুলিশ কর্মকর্তাসহ তিন জনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে৷
প্রাদেশিক গভর্নর মুসত্মফা হাদহুদ মিশরীয় টেলিভিশনকে জানান, ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ভেজা রাসত্মায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাসত্মা থেকে পড়ে যায়৷এই ঘটনায় বেঁচে যাওয়া এক শিক্ষাথর্ী জানায়, বাসটি দেরিতে আসে৷ চালক বাসটির একটি ত্রম্নটির কথা বলে৷শিশুটি হাসপাতাল থেকে মিশরীয় বেসরকারি ইজিপশিয়ান সিবিসি এঙ্ট্রাকে টেলিফোনে বলে, আমি বাসের পেছনের আসনে বসেছিলাম৷ দুর্ঘটনার সময় আমি জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ি৷মিশরের রাসত্মাগুলোর অধিকাংশই খারাপ৷রোববার মিশরের দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রী প্রাণ হারায়৷ওই ঘটনার প্রতিবাদে সোহাগ প্রদেশে বিশ্ববিদ্যালয়টির শিৰাথর্ীরা বিৰোভ করে৷বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মিশরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে প্রায় ১২ হাজার লোকের মৃতু্য হয়৷বুধবারের সর্বশেষ এই দুর্ঘটনার পর প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল-সিসি প্রধানমন্ত্রীকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন৷এছাড়াও তিনি সামরিক হাসপাতালে আহতদের চিকিত্সার নির্দেশ দেন৷