Anisul Haque

দৈনিকবার্তা-যশোর, ৫নভেম্বর: পানি সম্পদ মন্ত্রী আনিসুল মাহামুদ এমপি বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকা-ে অস্বচ্ছতা আছে৷ যা আমরা দেখতে চাই না৷ এজন্য পানি উন্নয়ন বোর্ডের কাজে জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকা দরকার৷ এজন্য তিনি সবাইকে যার যার স্থান থেকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন৷বুধবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত কপোতাক্ষ নদের নাব্যতা পুনুরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ৷ বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরম্নল ইসলাম বীর প্রতিক এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার এমপি, মত্‍স্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, কর্মশলায় যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, খুলনা-৬ আসনের এমপি শেখ নূরম্নল হক, সাতক্ষীরা-১ আসনের এমপি মুসত্মফা লুত্‍ফুল্লাহ, সাতৰীরা-২ আসনের মোসত্মাক মোহাম্মাদ রবি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ সরকারি, বেসরকারি ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷কর্মশালায় কপোতাক্ষ নদের নাব্যতা ফিরিয়ে আনতে নানা সুপারিশ গ্রহণ করা হয়৷ মন্ত্রী এসব সুপারিশের আলোকে কর্মপন্থা নির্নয়ের আশ্বাস দেন৷