Board

দৈনিকবার্তা-জাবি, ৫নভেম্বর: সৌরচালিত নৌকা আবিষ্কারের ফলে গবেষণার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)৷ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শামীম আল মামুন ও ড. এম শামীম কায়সার এবং প্রভাষক জামশেদ ইকবাল চৌধুরী নৌকাটি আবিষ্কার করেন৷ আবিষ্কৃত নৌকাটি বর্তমানে জাবির একটি লেকে পরীক্ষামূলকভাবে চালনা করা হচ্ছে৷নৌকাটির বিশেষ সুবিধা হলো সূর্যের আলোতে সোলার প্যানেলের মাধ্যমে নৌকার ব্যাটারি সার্বক্ষণিক চার্জ হতে থাকবে৷ একবার পুরোপুরি চার্জ হওয়ার পর যদি সূর্যের আলো নাও থাকে তবুও নৌকাটি টানা ১০ থেকে ১২ ঘন্টা চালানো সম্ভব হবে৷ব্যাটারিটি ফুল চার্জ হতে তিন ঘন্টা সময় লাগবেনৌকাটির কার্যকারিতা পরীক্ষা করতে ইতোমধ্যেই বুড়গঙ্গা ও তুরাগ নদীতে দুটি জরিপ চালানো হয়েছে৷

তিন গবেষক জানান, প্রাথমিকভাবে নৌকাটিতে ১০ থেকে ১৫ জন যাত্রী উঠতে পারবে৷ নৌকার ইঞ্জিনের শক্তি এক হর্স পাওয়ার হবে তাই ঘন্টায় সর্বোচ্চ তিন মাইল বেগে চলতে পারবে৷ গবেষণার মাধ্যমে নৌকার আকার এবং গতি বাড়িয়ে যাত্রী ও মালামাল পরিবহনের সক্ষমতা বাড়ানো যাবে৷তারা বলেন, ডিজেলচালিত ইঞ্জিনের মাধ্যমে পরিবেশের যে ক্ষতি হয় সৌরচালিত নৌকায় সে ক্ষতির কোনো সম্ভাবনাই নেই৷ ধারণক্ষমতার বেশি মালামাল এবং যাত্রী তুললে নৌকাটির ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হীেয় যাবে বলে নৌদুর্ঘটনা কবলে পড়বেনা৷ নৌকায় গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে নৌকাটিই তার অবস্থান জানাবে৷ নৌকার সকল যন্ত্রপাতি পানি নিরোধক হবে৷ সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের অর্থায়নে প্রকল্পটি নিজ কাজ করছেন তারা৷ তারা সরকারী পৃষ্ঠপোষকতার অপেৰা রয়েছেন বলেও জানান তারা৷

নৌকার বিবরণ দিতে গিয়ে তিন গবেষক বলেন, মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে নৌকার যাতায়াত নিয়ন্ত্রণসহ অন্য বিষয়াদিনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে৷নৌকার চালককে ঝড়েররপূর্বাভাসসহ নৌপরিবহন কর্তৃপক্ষের যেকোনো সতর্কীকরণ বার্তা শোনাবে৷গবেষক শামীম কায়সার বলেন, সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেলে এ ধরনের প্রযুক্তি জাহাজ, স্টিমারেও প্রয়োগ করার প্রকল্প হাতে নেয়া যেতে পারে৷ এতে করে সকল নৌপরিবহন নিরাপদ থাকবে৷ জীবন ও মালামাল রক্ষা পাবে৷