icb-bank-3.thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ৫নভেম্বর: আমানতকারীদের অর্থ পরিশোধে আরো সাড়ে তিন বছর সময় পেলো পুর্নগঠিত আইসিবি ইসলামী ব্যাংক৷ ২০০৭ সালে ব্যাংকটি পুনর্গঠন থেকে শুরম্ন করে গ্রাহকের পাওনা পরিশোধে এ নিয়ে দশ বছর সময় দিলো বাংলাদেশ ব্যাংক৷সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রানত্ম একটি প্রজ্ঞাপন জারি করেছে৷তবে এর আগে প্রতি ছয় মাসে গ্রাহকদের এক লাখ টাকা পর্যনত্ম পরিশোধের নির্দেশনা দেয়া হলেও এবারে ছয় মাস অনত্মর পাঁচ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যনত্ম পরিশোধ করতে বলা হয়েছে৷

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পুর্নগঠিত আইসিবি ব্যাংকের কাছে বর্তমানে বিভিন্ন গ্রাহকের সাড়ে ৭শ’ কোটি টাকার মতো পাওনা রয়েছে৷ এর আগে ছয় মাস অনত্মর আমানতকারীর এক লাখ টাকা করে দেয়ার কারণে গ্রাহকদের পাওনার খুব কমই পরিশোধ হয়েছে৷ এমন পরিস’িতিতে এবারে প্রথম ছয় মাসে সব গ্রাহকের পাওনার আরো পাঁচ লাখ টাকা পর্যনত্ম পরিশোধ করতে হবে৷ দ্বিতীয় ছয় মাসে আরো দশ লাখ, তৃতীয় ছয় মাসে ২০ লাখ, পরের ছয় মাসে আরো ২০ লাখ এবং পর-পর তিন ছয় মাসে এক কোটি টাকা করে পরিশোধ করতে হবে৷ অর্থাত্‍ ব্যাংকের কাছে কোনো একজন গ্রাহকের ৫ কোটি টাকা পাওনা রয়েছে৷ অন্য আরেকজনের রয়েছে সাড়ে ছয় লাখ টাকা৷ এমন পরিস’িতিতে উভয় গ্রাহকই প্রথম ছয় মাসে পাঁচ লাখ টাকা পাবেন৷ পরবর্তীতে বাকি পাওনা দেয়া হবে৷ এরপর কোনো গ্রাহকের পাওনা থাকলে তার অর্থ নির্ধারিত দিনের ১২০ মাস পর পরিশোধ করতে বলা হয়েছে৷

ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনর্গঠন) স্কিম ২০০৭ এর ১০ অনুচেছদে উলি্লখিত এই স্কীম কার্যকর হওয়ার ছয় বছর ৬ মাস পর’ এর পরিবর্তে এই স্কীম কার্যকর হওয়ার ১০ বছর প্রতিস্থাপিত হবে৷ এছাড়া আগে দেয়া অন্যসব নির্দেশনা বহাল থাকবে৷ কেন্দ্রিয় ব্যাংক সূত্র জানায়, ঋণসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের তথ্য ফাঁস হওয়ার পর ২০০৭ সালে ওরিয়েন্টাল ব্যাংক পুনর্গঠন করে আইসিবি ইসলামী ব্যাংক গঠন করা হয়৷ ওরিয়ন গ্রুপের পরিবর্তে বর্তমানে এর মালিকানায় রয়েছে মালয়েশিয়া ভিত্তিক আইসিবি গ্রুপ৷

মালিকানা পরিবর্তনের শর্তে বলা হয়, ৫ বছরের মধ্যে আমানতকারীর সব পাওনা পরিশোধ করতে হবে৷ স্কিমটি ২০০৮ সালের ৫ মে থেকে কার্যকর হয়৷ সে অনুযায়ী নির্ধারিত সময় শেষ হয়েছিলো ২০১৩ সালের ৪ মে৷ তবে নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ না হওয়ায় ব্যাংক কতর্ৃপক্ষ আরো পাঁচ বছর সময় চেয়ে আবেদন করে৷ বাংলাদেশ ব্যাংক প্রথমে ছয় মাস, পরে একবছর এবং এ পর্যায়ে সাড়ে তিন বছর সময় বাড়ালো৷