দৈনিকবার্তা-চাঁদপুর,৪নভেম্বর: নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যে যত কথাই বলুক না কেন দেশে কোন ধরনের মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই৷ ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি৷মঙ্গলবার বিকেলে চাঁদপুর মাদ্রাসা ঘাট অস্থায়ী নৌ টার্মিনাল পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷
এসময় মন্ত্রী বলেন, দেশে সংবিধান রয়েছে৷ সেই অনুযায়ী আওয়ামী লীগ সরকার গঠন করেছে৷ তাই সাংবিধানিকভাবে পাঁচ বছর পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আর সেই নির্বাচনে অংশ গ্রহণের জন্যে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করেন তিনি৷ জামায়াত নেতাদের লাশ পাকিস্তানে পাঠানো হোক মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধী যেসব জামায়াত নেতাদের ফাঁসির রায় কার্যকর হবে তাদের লাশ বাংলাদেশে দাফন করা উচিত হবে না৷ তাদের লাশ বাংলাদেশে দাফন না করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক৷শাহজাহান খান বলেন, পাকিস্তানি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে গোলাম আযম, নিজামীরা পাকিস্তান প্রেমিক৷ এতে বুঝা যায় যে তারা কখনো বাংলাদেশের নাগরিক ছিল না, এখনো নেই৷ নৌ মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যে জামায়াতের আঁতাত আছে তা এখন স্পষ্ট৷ মুখে কিছু স্বীকার না করলেও কর্মকাণ্ডে তা প্রমাণ পায়৷
তিনি আরো বলেন, যারা এদেশের আইন,আদালত ও দেশের জনগণকে চ্যালেঞ্জ করতে পারে তারা পাকিস্তানের নাগরিক তা প্রমাণের অপেক্ষা রাখে না৷মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃতু্যদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় জনগণের প্রত্যাশা পুরণ হয়েছে বলে মন্তব্য করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ৷মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃতু্যদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন৷ তারা আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করছেন৷ আশা করছি খুব দ্রুতই এ রায় কার্যকর হবে৷ শাহজাহান খান বলেন, যত দ্রুত রায় কার্যকর হবে মানুষ তত খুশি হবে৷ এ রায় কার্যকর করতে সময় বেশি লাগবে, এটা আমি মনে করি না৷তিনি আরো বলেন, কামারুজ্জামান নেতৃত্ব দিয়ে সোহাগপুর নামে একটি গ্রামে হত্যাযজ্ঞ চালিয়েছিল৷ সেখানে ১৮৪ জন নারী-পুরুষকে হত্যা করা হয়েছিল৷ যেখানে এখনও ৬৪জন বিধবা রয়েছে৷ এই বর্বরোচিত হত্যাকান্ডের জন্য আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন৷এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, সংরক্ষিত মহিলা এমপি এড. নুরজাহান বেগম মুক্তা, বিআইডবি্লউটি এর চেয়ারম্যান মো. শামছুদদ্দোহাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷