দৈনিকবার্তা-কুষ্টিয়া,৪নভেম্বর: বিদু্যত্ ব্যবস্থার সমস্য চিহ্নিত করা কঠিন৷ বিদু্যত্ বিতরণ ব্যবস্থা হাইওয়ের মতো৷ বিদু্যত্ আসছে এবং বিভিন্ন জায়গায় নামানো হচ্ছে৷ দেখা যায় না৷ এখানে সমস্যা চিহ্নিত করা কঠিন৷ বিদ্যুত্ ব্যবস্থার সব কিছুই কম্পিউটারাইজড৷
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ভারত বিদু্যত্ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান বিদু্যত্ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউস সাংবাদিকদের এসব কথা বলেন৷ তিনি বলেন, ব্ল্যাক আউট উন্নত অনেক দেশেও হয়েছে৷ বহু দুর্ঘটনাও ঘটেছে৷ কিন্তু বাংলাদেশে ব্ল্যাক আউটের সময় কোনো দুর্ঘটনা ঘটেনি৷ আমরা ভালোভাবেই দুর্যোগ কাটিয়ে উঠেছি৷
বিদু্যত্ বিভাগের অতিরিক্ত এই সচিব আরও বলেন, পাওয়ার সিস্টেমে প্রতি মিলি সেকেন্ডও রেকর্ড করা হয়৷ এ ব্যবস্থার কোথায় সমস্যা ছিল তা খতিয়ে দেখতেই আমরা উপকেন্দ্র এসেছি৷ শুধু এখানে নয় বিদু্যত্ উত্পাদন, বিতরণ এবং সঞ্চালনের কাজ করে বিদু্যত্ বিভাগ৷ তিন জায়গাতেই আমরা তদন্ত করবো৷এটা নাশকতা না দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, সব বিষয়ই সরকার শক্তভাবে মোকাবিলা করছে৷
অন্যন্যদের সঙ্গে এ সময় তদন্ত কমিটির সদস্য সচিব পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বিপিডিবির (উত্পাদন) সদস্য, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ বেরুনী, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, আরইবির (প্রকৌশল) সদস্য বিপিডিবির প্রাক্তন চেয়ারম্যান খিজির খান উপস্থিত ছিলেন৷ সরকারি ছুটির কারণে দেশব্যাপী বিদু্যত্ বিপর্যয়ের তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তদন্ত দল প্রধান৷মঙ্গলবার বেলা ১২টায় তদন্ত কমিটি ভেড়ামারার রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছায়৷বিদু্যত্ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আহমেদ কায়কাউসের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে৷
পরিদর্শন শেষে এ বির্পযয়কে জাতীয় দুর্যোগ মন্তব্য করে কায়কাউস বলেন, তদন্ত চলছে৷ ঘটনার সঠিক কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷ তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে৷তদন্তে অনেকটা অগ্রগতি হলেও সরকারি ছুটির কারণে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হয়নি৷ আগামীকাল (বুধবার) এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে৷এছাড়া আলোচনা সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি৷এ সময় কমিটির সদস্যের সঙ্গে এই বিদ্যুত্ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী সচিব আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন৷
গত শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডের দিকে হঠাত্ করেই কুষ্টিয়ার ভেড়ামারা সঞ্চালন কেন্দ্রে বিদু্যত্ বির্পযয় দেখা দেয়৷ এ সময় ভারতের সঙ্গে সঞ্চালন লাইনও বন্ধ হয়ে যায়৷ জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুত্ সঞ্চালন প্রক্রিয়া৷একই সময় দেশের উত্পাদনে থাকা সব বিদু্যত্ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়, ধস নামে বিদ্যুত্ উত্পাদনে৷ জাতীয় গ্রিড লাইন ফেইল করায় সারাদেশে বিদ্যুত্ বিপর্যয় দেখা দেয়া৷ টানা প্রায় আট ঘন্টা সারা দেশ বিদু্যত্হীন থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে বিদু্যত্ আসতে শুরু করে৷এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ওইদিনই আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷