Gold

দৈনিকবার্তা-ঢাকা, ৪ নভেম্বর: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ওজনের ছয়টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ৷ কাস্টমস গোয়েন্দা সদস্যরা মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬ কেজি ওজনের সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে৷

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসবি) নূরে আলম সিদ্দিকী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন৷তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে শরীয়তপুর জেলার কুয়ারা গ্রামের মিজান রহমানের পুত্র জিলস্নুর রহমান (৩৫)৷জিল্লুর রহমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের বিজি-০৫৬ ফ্লাইটের যাত্রী ছিল৷তিনি ইতালীর রোম থেকে ঢাকায় আসেন৷ বিমানটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় অবতরণ করে৷এপিবিএন কর্মকর্তা জানান, আটককৃত সোনার বারের প্রত্যেকটির ওজন এক কেজি করে৷ তার ব্যাগ তল্লাশি করে এই সোনার বার পাওয়া যায়৷

বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তানজিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রোম থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন৷বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তার ব্যাগ তল্লাশি করে ছয় কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার পাওয়া, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা৷এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই শুল্ক কর্মকর্তা জানান৷