দৈনিকবার্তা-ঢাকা, ৪ নভেম্বর: ভারতের সেনাবাহিনীকে টেক্কা দিতে পাকিস্তান জঙ্গিগোষ্ঠীকে ব্যবহার করে৷মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে৷মঙ্গলবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়৷ পেন্টাগন আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে সর্বশেষ ষান্মাসিক প্রতিবেদন কংগ্রেসে উপস্থাপনের সময় বলেছে, আফগানিস্তান ও এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে জঙ্গিরা পাকিস্তানের মাটি ব্যবহার করছে৷ পাকিস্তান এই জঙ্গি শক্তি ব্যবহার করে আফগানিস্তানে তাদের হারানো প্রভাব ফিরে পেতে এবং ভারতের সামরিক বাহিনীকে টেক্কা দিতে চায়৷
শতাধিক পৃষ্ঠার এ প্রতিবেদনে পেন্টাগন বলেছে, জঙ্গিদের সঙ্গে এ ধরনের সম্পর্ক আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিঘি্নত করবে৷ আফগানিস্তানের হেরাতে ভারতীয় উপদূতাবাসে হামলার প্রসঙ্গ টেনে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ সামনে রেখে হামলাটি করা হয়েছিল৷
পেন্টাগন প্রতিবেদনে আরও বলেছে, গত জুনে মার্কিন পররাষ্ট্র বিভাগ ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে৷ এরপর আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ঘোষণা দেন৷’ পাকিস্তান বিষয়টিকে আফগানিস্তানে তাদের প্রভাব হ্রাসের বিষয় হিসেবে দেখছে৷কংগ্রেসকে পেন্টাগন আরও জানায়, আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে ভারত৷কারণ, ভারত মনে করে, নিরাপদ ও স্থিতিশীল আফগানিস্তান এ অঞ্চলের জন্য সহায়ক হবে৷
ভারত ও আফগানিস্তান ২০১১ সালে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে৷ এর আওতায় সুশাসন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, জনপ্রশাসন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে সহযোগিতা দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে৷