Dudu

দৈনিকবার্তা-ঢাকা, ৪ নভেম্বর: জাতীয় চার নেতা হত্যার জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে দায়ী করলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, এই হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে৷ এ সময় তারা ক্ষমতায় ছিল৷ সুতরাং এর দায়দায়িত্ব তাদের নিতে হবে৷

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি পুনর্বহালের দাবিতে মানববন্ধনে তিনি একথা বলেন৷তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে রাজনৈতিক শূন্যতা দূর করারও আহ্বান জানিয়েছেন৷দুদু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অন্যথায় দেশে কোনো ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে৷ তিনি বলেন, সাত নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস৷ বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ এটা বিশ্বাস করে, শুধু বাকশালীরা যারা এক দলীয় শাসন কায়েম করেছে তারা বিশ্বাস করে না৷ সাত নভেম্বরের সঙ্গে অন্য কোনো দিবসের তুলনা হয় না৷ তিনি ওই দিবসে সরকারি ছুটি বহাল করতে সরকারের প্রতি আহ্বান জানান৷

তিনি আরো বলেন, জাতীয় চার নেতা হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে৷ এ সময় তারা ক্ষমতায় ছিল৷ সুতরাং এর দায়দায়িত্ব তাদের নিতে হবে৷ এখন গণতন্ত্র হত্যা করতে যাচ্ছেন৷ মানুষের অধিকার আদায়ের মিছিল মিটিংয়ে গুলি করে মানুষ মারছেন৷ এর দায়-দায়িত্বও আপনাদের (আওয়ামী লীগ) নিতে হবে৷ ৭ নভেম্বর সিপাহীদের হত্যা করা হয়েছিল\’ একে আওয়ামী লীগ নেতাদের মিথ্যাচার দাবি করে তিনি বলেন, “বর্তমানে দেশে ভয়াবহ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে৷ ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিব তা সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন বলেই রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে গিয়েছিলেন৷শেখ হাসিনারও উচিত সে দিকে নজর দেয়া৷

আয়োজক সংগঠনের সভাপতি শহিদুল্লাহ মনির সভাপতিত্বে মামনবন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট হায়দার আলী,জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ৷