দৈনিকবার্তা-কঙ্বাজার,৪নভেম্বর: প্রধানমন্ত্রীকেও এভাবে বরণ করার নজির খুব কম দেখা যায়, যেমনটি দেখা গেল বহুল আলোচিত সরকারদলীয় এমপি (কঙ্বাজার-৪, উখিয়া-টেকনাফ) আবদুর রহমান বদির বেলায়৷ সদ্য কারামুক্ত বদিকে বরণ করতে মঙ্গলবার হাজার খানেক গাড়ির এক বহর নিয়ে বিমানবন্দরে হাজির হন দলীয় নেতাকর্মীরা৷ এরপর পথে পথে সুদৃশ্য তোরণ পেরিয়ে তিনি টেকনাফ যান৷ অনেক জায়গায় বানানো মঞ্চে দাঁড়িয়ে বদি বক্তব্য দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশে৷দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৮ দিন কারাভোগ শেষে গত ৩০ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আবদুর রহমান বদি৷ এরপর প্রথমবারের মতো তিনি নিজ জেলা কঙ্বাজারে ফেরেন মঙ্গলবার৷
কঙ্বাজার বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে বদি বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি জনতার মাঝে ফিরেছেন৷এরপর বিমানবন্দর থেকে রওনা দেন নিজের বাড়ি টেকনাফের দিকে৷ পথিমধ্যে উখিয়ার মরিচ্যা, সদর স্টেশন, পালংখালী স্টেশন, টেকনাফের হ্নীলা ও টেকনাফ স্টেশনে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি৷তার আগমনকে কেন্দ্র করে কঙ্বাজার- টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় প্রায় ২০০ তোরণ৷ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে এ কথা নিমি্চত করেন৷আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানানোর জন্য উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে৷
বদিকে বরণ করতে টেকনাফে শতাধিক তোরণ নিমির্ত হওয়ার কথা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার উখিয়া সফরের সময় তাকে স্বাগত জানিয়ে তখন উখিয়া-টেকনাফে এত তোরণ বানানো হয়নি৷