news_img

দৈনিকবার্তা-ঢাকা, ৪ নভেম্বর: ইসরাইল গাজার সাথে দু’টি সীমানত্ম ক্রসিং আবারো খুলে দিতে যাচেছ৷ তারা সপ্তাহানত্মে এ দু’টি সীমানত্ম ক্রসিং বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল৷ সেনা মুখপাত্র সোমবার একথা জানান৷এ ব্যাপারে বিসত্মারিত উলেস্নখ না করে ওই সামরিক মুখপাত্র এএফপিকে বলেন, ইরেজ ও কারেম শালম ক্রসিংপয়েন্ট আবারো খুলে দেয়া হবে এবং মঙ্গলবার সকালে এসব ক্রসিংপয়েন্ট স্বাভাবিক অবনস্থা ফিরে পাবে৷

শুক্রবার গাজা থেকে ইসরাইলি ভূ-খন্ড লক্ষ্য করে রকেট হামলা চালানোর পর ক্রসিং দু’টি বন্ধ করে দেয়া হয়েছিল৷ তবে ওই রকেট হামলায় কেউ হতাহত বা কোন ক্ষতি হয়নি৷গত ১৬ সেপ্টেম্বরের পর থেকে এটি ছিল ইসরাইলের মাটিতে প্রথম এবং গাজা জঙ্গিদের বিরম্নদ্ধে ইহুদি এ রাষ্ট্রের ৫০ দিনের ভয়াবহ সামরিক অভিযান অবসানের পর দ্বিতীয় রকেট হামলার ঘটনা৷

এক্ষেত্রে ইসরাইল ও গাজার হামাস শাসকরা একটি অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হওয়ায় তা গত ২৬ আগস্ট থেকে কার্যকর করা হয়৷ সেসময় পাল্টাপাল্টি হামলায় ২ হাজার ১৪০ জন ফিলিসত্মিনি নাগরিক এবং ৭৩ জন ইসরাইলি নাগরিক,যাদের মধ্যে বেশীরভাগই সামরিক বাহিনীর সদস্য- প্রাণ হারায়৷