দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন৷ অতীতে কোনো বিসিএসে এত বেশি সংখ্যক প্রার্থী আবেদন করেননি৷ সে হিসাবে এবার বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন৷১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)৷ আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর৷
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন সোমবার বলেন, বিসিএসের ইতিহাসে এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী আবেদন করে প্রবেশপত্র নিয়েছেন৷ এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেন৷ এই হিসাবে গত বিসিএস থেকে এবার প্রার্থীর সংখ্যা ২২ হাজার ৫৩২ জন, অর্থাত্ ৯ শতাংশ বেশি৷এ বিসিএসে অংশ নিতে গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনলাইনে আবেদনের সময় শেষ হয়৷ তবে আরো ৭২ ঘন্টা অনলাইনে ফি জমা দেওয়ার সুযোগ ছিল সরকারি চাকরিপ্রার্থীদের৷ এবার ঢাকা কেন্দ্রের অধীনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন৷
এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন৷ আগামী ডিসেম্বরের শেষ দিকে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে আভাস দিলেও নেছারউদ্দিন বলেন, পরীক্ষা কেন্দ্র নিয়েও ভাবতে হবে৷এই পরীক্ষায় অনেক প্রার্থী৷ সবার একসঙ্গে পরীক্ষা নেওয়ার জন্য অনেকগুলো পরীক্ষাকেন্দ্র পেতে হবে আমাদের৷
এর আগেও বিসিএসের পরীক্ষা কেন্দ্র নিয়ে সমস্যায় পড়েছিল পিএসসি৷ পরে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রাজধানীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমিশনকে কেন্দ্র বরাদ্দ দেয়৷৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে ঘোষণা করা হতে পারে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কাজ চলছে৷গত ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৪৬ হাজার ২৫০ জন অংশ নেন৷