দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: সরকারের স্বদিচ্ছার অভাবেই জাতীয় চার নেতা হত্যার বিচার ঝুলে আছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন৷ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন৷ ড. কামাল বলেন, দেরিতে হলেও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে৷ কিন্তু জাতীয় চার নেতা হত্যার বিচার ঝুলে আছে কেন? লোকবলের অভাবে নয়, প্রশাসন ও সরকারের স্বদিচ্ছার কারণে এ বিচার হচ্ছে না৷তিনি বলেন, যুগ যুগ ধরে স্বাধীন বাংলার স্বপ্ন দেখতো বাংলার মানুষ৷ জীবন দিয়ে এ স্বপ্ন বাস্তবায়ন করেছেন এই জাতীয় চার নেতা৷ পাকিস্তান সরকার তাদের প্রধানমন্ত্রীর হওয়া প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখান করে৷ কিন্তু এই ত্যাগী নেতাদের হত্যার বিচার আমরা করতে পারছি না৷ এর চেয়ে হতাশার আর কি হতে পারে৷তিনি আরও বলেন, বর্তমান সংসদের কোনো কার্যকারিতা না থাকায় কোনো জবাবদিহিতা নেই৷ ফলে সংবিধানের মূলনীতি বাস্তবায়িত হচ্ছে না৷
দেশের প্রবীণ এই আইনজীবী বলেন, জনগণ হচ্ছে ক্ষমতার মূলশক্তি৷ কোনো রাজ-রানীর শক্তিকে জনগণ মেনে নেবে না৷ জনগণকে ঐক্যবদ্ধের মাধ্যমেই তাদের বিজয় আসবে৷এ সময় ড. কামাল জাতীয় চার নেতার আদর্শে আদর্শিত হওয়ার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান৷ গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট জগরুল হায়দার আফ্রিক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মাহমুদ মনসুর প্রমুখ৷