দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: মঙ্গলবার পবিত্র আশুরা৷ কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিন মুসলিম বিশ্বের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাত্পর্যপূর্ণ৷মুসলিম বিশ্বে এ দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়৷প্রায় এক হাজার ৩৩২ বছর আগে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) কারবালা প্রানত্মরে শহীদ হন৷এছাড়া ১০ মহররম আশুরার দিন মহান আলস্নাহতায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এ দিন কেয়ামত হবে৷ এর বাইরে এদিন হজরত ইব্রাহিম (আ.) নমরুদের অগি্নকুন্ড থেকে রক্ষা পেয়েছেন, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান৷ এরকম অসংখ্য ঘটনায় তাত্পর্যমন্ডিত এদিনটি৷
এ দিন অর্থাত্ ১০ মহরম হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর কারবালা প্রানত্মরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন৷ এটাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে৷শানত্মি ও সমপ্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে৷ কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচচার হতে অনুপ্রেরণা যোগায়৷ সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়৷মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে৷ মঙ্গলবার আগামীকাল সরকারি ছুটির দিন৷এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধমর্ীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে৷
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ পৃথক বাণী দিয়েছেন৷রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী তাই অন্যায় ও অত্যাচারের বিরম্নদ্ধে সোচচার হতে উদ্বুদ্ধ করে৷তনি বলেন, আশুরা সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়৷তিনি পবিত্র আশুরা উপলক্ষে কারবালা প্রানত্মরে শাহাদতবরণকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷
রাষ্ট্রপতি বলেন, পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সমগ্র মুসলিম উম্মার জন্য এক তাত্পর্যময় ও শোকের দিন৷ সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারের সম্মানিত সদস্যগণ এ দিনে ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন৷ ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে৷তিনি বলেন, ইসলাম শানত্মি ও সমপ্রীতির ধর্ম৷ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামে সব সময় আলস্ন্লাহর একত্ববাদ ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া হয়েছে৷পবিত্র আশুরার এই দিনে রাষ্ট্রপতি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷তিনি বলেন, সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ৰেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি৷
পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাত্পর্যপূর্ণ দিন উল্লেখ করে বাণীতে তিনি বলেন, এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যনত্ম পবিত্র হিজরি ৬১ সালের ১০ মহর্রম মহানবি হযরত মুহম্মদ (সঃ)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ কারবালা প্রানত্মরে শাহাদতবরণ করেন৷
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টানত্ম হয়ে আছে বলে প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন৷পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে অন্যায় অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তিনি বলেন, ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়৷ মহানবী (সাঃ) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন৷
খালেদা জিয়া বলেন, বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে৷ এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূণরূপে তিরোহিত হয়ে গেছে৷ ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম, জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সকল অধিকার কেড়ে নিয়েছে৷ তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে৷
বাণীতে তিনি বলেন, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন৷ কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে৷খালেদা জিয়া বলেন, সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে৷ তিনি আরো বলেন, তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোন গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা৷
এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাণী দিয়েছে৷বিএনপির পক্ষ থেকে পাঠানো অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হবে৷
দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে৷ মঙ্গলবার সংবাদপত্র অফিসেও ছুটি পালিত হবে৷বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলেও এই দিনের তাত্পর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সমপ্রচার করা হবে৷পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাইন্ডেশন বাদ মাগরিব আশুরার তাত্পর্য ও শিক্ষা বিষয়ক এক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে৷ মাহফিলে বয়ান করবেন বায়তুল মোকররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন এবং দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ জেড এম হেলালউদ্দিন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসরামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল৷