Hortal

দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: দলের সিনিয়র সহকারীসেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃতু্যদণ্ড বহাল থাকায় আগামী বুধবারও হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী৷ এদিকে দলের আরেক নেতা মীর কাসেম আলীর মৃতু্যদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের হরতাল রয়েছে৷ সেই হিসাবে টানা ৪৮ ঘন্টা হরতালের ফাঁদে পড়লো দেশ৷তবে পবিত্র আশুরা উপলক্ষে সোমবারের হরতাল ১২ ঘন্টা কমিয়েছে জামায়াতে ইসলাম৷ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১২ ঘন্টা হরতাল কমানোর কথা জানানো হয়৷

বিবৃতিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে রোববার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যে হরতাল ডাকা হয়েছিল তা কমিয়ে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে৷প্রসঙ্গত, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ডাদেশ দেন৷ রায়ের পড্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার দুই দফায় ৭২ ঘন্টা হরতালের ডাক দেয় জামায়াত৷

সামবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারডৃাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক যুক্ত বিবৃতির মাধ্যমে হরতাল ঘোষণা করেন৷বিবৃতিতে জানানো হয়, আপিল বিভাগে মুহাম্মদ কামারুজ্জামানের মৃতু্যদণ্ড বহালের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে৷

সেই সঙ্গে পূর্ব ঘোষিত মঙ্গলবার পবিত্র আশুরার দিন মুহাম্মদ কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান পালন করা হবে বলেও জানানো হয়৷অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়৷

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, গণমানুষের প্রিয় নেতা জনাব মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং তিনিসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী৷

বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার মহা পরিকল্পনা বাসত্মবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে৷ মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে জনাব মুহাম্মদ কামারম্নজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে৷ দলীয় লোকদের দ্বারা স্বাক্ষ্য প্রদান করে সরকার মুহাম্মদ কামারম্নজ্জামানকে হত্যা করার জন্য মৃতু্যদ-ে দ-িত করার ব্যবস্থা করে৷ দেশবাসী আশা করেছিল মহামান্য সুপ্রীমকোর্টে তিনি ন্যায় বিচার পাবেন৷ আজ মাননীয় আদালতের প্রদত্ত রায়ে দেশবাসী হতাশ হয়েছে৷ ১৯৭১ সালে মুহাম্মদ কামারম্নজ্জামান উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিলেন৷ এ বয়সের একজন তরম্নণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ কত গভীর ষড়যন্ত্রমূলক তা সকলের নিকট স্পষ্ট৷

যে সব অভিযোগে জনাব মুহাম্মদ কামারম্নজ্জামানকে দন্ডিত করা হয়েছে সরকার পক্ষ তা প্রমাণ করতে পারেনি৷ পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জনাব মুহাম্মদ কামারুজ্জামান রিভিউ দায়ের করবেন৷ ন্যায় বিচার নিশ্চিত করা হলে তার রিভিউ গৃহীত হবে বলে জামায়াত গভীরভাবে বিশ্বাস রে৷উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ৷ রায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপুাপ্ত ৪ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়৷ আগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া ১ নম্বর অভিযোগ থেকে খালাস দেয়া হয়৷ এছাড়া ২ ও ৭ বহাল নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়৷

এর আগে গত বছরের ৯ মে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃতু্যদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷যুদ্ধাপরাধের প্রতিটি রায়ের পর হরতাল ডেকে আসছে জামায়াত৷ রায়কে কেন্দ্র করে এসব হরতালে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে গতবছর৷সর্বশেষ যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার, চলতি সপ্তাহের রবি ওসোমবার হরতাল ডাকে একাত্তরে বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত৷একই কারণে বৃহস্পতিবারও ২৪ ঘন্টা হরতালের ঘোষণা রয়েছে দলটির৷মাঝখানে মঙ্গলবার আশুরায় সরকারি ছুটি রয়েছে৷