দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: পাকিসত্মানের ওয়াগা এলাকায় আত্মঘাতী বোমা হামলার পর সোমবার নয়াদিল্লী ও ইসলামাবাদের মধ্যে স্থল সীমানত্ম বাণিজ্য বন্ধ হয়ে গেছে৷ ভারতের আত্তারি এলাকার শুল্ক কর্মকর্তারা জানান, রোববারের বিস্ফোরণে ৬০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর সোমবার উভয় দেশের মধ্যে সব ধরণের বাণিজ্যিক কর্মকান্ড বন্ধ রয়েছে৷ ভারত ও পাকিসত্মানের মধ্যে আনত্মর্জাতিক সীমানত্ম ফটক থেকে মাত্র ৫শ’ মিটার দুরে ওয়াগা এলাকায় এ বিস্ফোরণ ঘটে৷তারা জানান, আরো দু’দিন বাণিজ্যিক কর্মকান্ড বন্ধ থাকতে পারে৷ফলমূল ও শাকসবজিসহ পণ্যবাহী উভয় দেশের শতশত ট্রাক সীমানত্ম এলাকায় ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে৷ বিস্ফোরণের পর ভারতের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে৷
বিস্ফোরণের পর পাকিসত্মানের অনুরোধে ভারতের সীমানত্ম রৰী বাহিনী (বিএসএফ) ও পাকিসত্মানের সীমানত্ম রৰী বাহিনী পাকিসত্মানী রেঞ্জার্সের মধ্যে একটি সামরিক অনুষ্ঠানও তিন দিন স্থগিত রাখা হয়েছে৷পুলিশের মহাপরিদর্শক মুসত্মাক আহমেদ সুখেরা বলেন, রোববার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ১৮ বছর বয়সী এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়৷ প্রতিদিন সন্ধ্যায় ভারত ও পাকিসত্মানের সীমানত্মরক্ষী বাহিনীর পতাকা নামানোর দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায় ওয়াগা সীমানত্মে৷ রোববার সেই দৃশ্য দেখার সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷জঙ্গি সংগঠন জুনদাল্লাহ এবং তেহরিক-ই-তালেবান পাকিসত্মানের সহযোগী সংগঠন জামাত-উল-আহরার পৃথকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেছে৷